Pinarayi Vijayan: হাওড়া থেকে রাজ্যপাল ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন কেরলের মুখ্যমন্ত্রী

শুক্রবার বাংলায় এসে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister Pinarayi Vijayan) বক্তব্যে উঠে এল রাজ্যপালের প্রসঙ্গ।

Pinarayi Vijayan howrah

বাংলায় রাজ্যপাল (governor) পদে যখন জগদীপ ধনকড়, তখন রাজ্যের সঙ্গে সংঘাত ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা৷ যা জাতীয় রাজনীতিতেও নজর কেড়েছিল। রাজনীতির সিলেবাসে এখন রাজ্য বনাম রাজ্যপালের অধ্যায় যুক্ত হয়েছে অন্যান্য অবিজেপি শাসিত রাজ্যগুলিতেও৷ শুক্রবার বাংলায় এসে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister Pinarayi Vijayan) বক্তব্যে উঠে এল রাজ্যপালের প্রসঙ্গ।

এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যপালদের ব্যবহার করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত আনতে চাইছে। তাঁর কথায়, রাজ্যপাল পদটিকে ব্যবহার করে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ সমস্ত কিছু অকেজো করে দেওয়া হচ্ছে। এই ঘটনা কেরলে বিশেষভাবে দেখা যাচ্ছে।

শুধুমাত্র কেরল নয়, রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছে গেছে তামিলনাড়ুতেও। সেখানেও রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হতে দেখা গেছে এমকে স্ট্যালিনের সরকারকে৷ আবার কখনও একযোগে সরব হয়েছে পিনারাই বিজয়ন, এমকে স্ট্যালিনরা। যদিও রাজ্যপালের সঙ্গে এই বিবাদ সম্পর্কে অবগত রাজনৈতিক মহল৷

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে শুরুতে সুসম্পর্ক গড়ে উঠলেও এখন পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে৷ একইসঙ্গে আইন ভাঙার অভিযোগ তাঁর বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। মনে করা হচ্ছে শাসক দলের সঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গে ধনকড় জমানার শুরু হতে চলেছে। এরই মধ্যে বিজয়নের বার্তা রাজ্যের শাসক দলকেও বিশেষ বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।