SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির চূড়ান্ত নির্দর্শন, কী কী করেছিলেন মন্ত্রী-কন্যা অঙ্কিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সরাসরি অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ, ওয়েটিং লিস্টে তাঁর নাম পিছনে থাকলেও…

Minister Paresh Adhikari daughter

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় সরাসরি অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ, ওয়েটিং লিস্টে তাঁর নাম পিছনে থাকলেও পরে তা প্রথমে চলে যায়। এখানেই শেষ হয়ে যায়নি। আরও একটি চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। শুধুমাত্র চাকরি নয়, নিয়ম না মেনে বাড়ির সামনের স্কুলটিকে বেছে নিয়েছিলেন অঙ্কিতা।

সূত্রে খবর, বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ১৩ টি স্কুলের নাম দেওয়া হয়েছিল৷ অঙ্কিতা বেছে নিয়েছিলেন বেলপাহাড়ি গার্লস হাই স্কুল। কিন্তু সেটা ওই অবধি-ই রয়েছে। এরপর নিজের বাড়ির সামনে ইন্দিরা গার্লস হাই স্কুলেই নিয়োগ হয়েছিল তাঁর। এখানেও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের যে নিয়ম, তা খণ্ডন করা হয়েছে।

অভিযোগ, বাবার প্রভাব না থাকলে একাজ করা সম্ভব ছিল না। তাহলে ইন্দিরা গার্লস হাইস্কুলে শূন্যপদ ছিল না? সেক্ষেত্রে কী জোর করে নিয়োগ করা হয়েছিল অঙ্কিতার? এই নিয়োগের সঙ্গে আর কারা যুক্ত? সেটাই খুঁজে নের করার চেষ্টা করছে সিবিআই।

Advertisements

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অঙ্কিতা অধিকারীর। অভিযোগ, প্রথমবার ওয়েটিং লিস্টে নাম শুরুর দিকে ছিল না অঙ্কিতার। দ্বিতীয় তালিকা প্রকাশ হতেই তাঁর নাম প্রথমে চলে যায়। অঙ্কিতার নিয়োগে বেনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ববিতা সরকার৷ সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অঙ্কিতার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে দুটি কিস্তিতে টাকা ফেরতের নির্দেশ দেয়।

বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে উপস্থিত হন ববিতা সরকার৷ তদন্তকারী অফিসারদের হাতে সমস্ত তথ্য তুলে দেন তিনি। মামলাকারীর কাছ থেকে পাওয়া কোনও তথ্য এই ঘটনায় নতুন কোনও রহস্যভেদ করতে পারে কি না সেটাই দেখার।