তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়: এসএসসি চেয়ারম্যান

কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী৷ দ্রুত শূন্যপদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন…

SSC recruitment post teacher dismissal

কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় চাকরিহারা ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী৷ দ্রুত শূন্যপদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে৷ নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন চাকরিহারারাও। বয়সের ক্ষেত্রেও তাঁদের কিছুটা ছাড় পাবেন৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার বলেন, দ্রুত নিয়োগের নির্দেশ পেয়েছি৷ আলোচনা শুরু হয়েছে৷ আমরা আইনি সাহায্যও নিচ্ছি৷ 

তিনি মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয় SSC recruitment post teacher dismissal

তবে তিনি মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয় বলেই জানান এসএসসি চেয়ারম্যান৷ কিন্তু কেন? এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘‘পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন ২৬ লক্ষ প্রার্থী। পরীক্ষায় বসেছিলেন প্রায় ২২ লক্ষ। যার মধ্যে নবম-দশমে এক লক্ষ ৪১ হাজার এবং একাদশ-দ্বাদশের দেড় লক্ষ প্রার্থী রয়েছেন। তাই এত বড় নিয়োগ প্রক্রিয়া তিন মাসের মধ্য়ে করা সম্ভব হবে না।’’

   

অন্য চাকরি থেকে যাঁরা এসেছিলেন SSC recruitment post teacher dismissal

চাকরিহারাদের মধ্যে যাঁরা এর আগে অন্য কোনও সরকারি দফতরে কর্মরত ছিলেন, তাঁদের তিন মাসের মধ্যে পূর্বের পদে নিয়োগ দিতে হবে। এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান বলেন, ‘‘অন্য চাকরি থেকে অনেকেই এসেছে, তবে সেই তথ্য আমাদের কাছে আছে কি না, তা আগে দেখতে হবে। যিনি চাকরিরত, এটা তাঁর পক্ষে জানা সম্ভব। তাঁকে পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য আবেদন করতে হবে৷ প্রয়োজনে সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ তৈরি করা যেতে পারে।’’

Advertisements

 West Bengal: Supreme Court verdict dismisses 26,000 teachers, mandates swift SSC recruitment to fill vacancies. Dismissed teachers eligible to reapply with age relaxation. SSC cites challenges due to 26 lakh applicants for exams. Recruitment process under legal guidance.