‘লাশের উপর বিধানসভা ভোট হবে’, রাজনৈতিক দলগুলিকে চরম হুঁশিয়ারি চাকরিহারাদের

কলকাতা: আজ বেলা সওয়া বারোটার সময় এসএসসি চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগের দিন, অর্থাৎ রবিবার চাকরিহারাদের একাংশ শহিদ মিনারে জমায়েত…

SSC job seekers protest

কলকাতা: আজ বেলা সওয়া বারোটার সময় এসএসসি চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগের দিন, অর্থাৎ রবিবার চাকরিহারাদের একাংশ শহিদ মিনারে জমায়েত করে বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলিকে কঠিন হুঁশিয়ারি দেয়। তাঁদের স্পষ্ট বার্তা, ‘‘যদি আমাদের সমস্যার সমাধান না করা হয়, তাহলে ২০২৬-এর নির্বাচন কেউ লড়তে পারবে না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন হবে।’’ (SSC job seekers protest)

রাজনৈতিক দলগুলি এখন নিজেদের মধ্যে ঝগড়া করছে SSC job seekers protest

চাকরিহারাদের অভিযোগ, ‘‘সব রাজনৈতিক দল এখন নিজেদের মধ্যে ঝগড়া করছে, কিন্তু এই ইস্যুতে তারা একজোট হয়ে সমাধানের পথে হাঁটছে না।’’ তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় তাঁদের কাছে মৃত্যুদণ্ডের সমান। ‘‘যে রায় আজ দেওয়া হয়েছে, তার পেছনে কি কোনও সঠিক যুক্তি আছে? আমরা তা বুঝতে পারছি না,’’ মন্তব্য চাকরিহারাদের৷ 

এছাড়াও, চাকরিহারাদের প্রশ্ন, ‘‘সিবিআই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, তাহলে সেই রিপোর্টের প্রয়োজনীয়তা কী ছিল?’’ চাকরি বাতিলের পর থেকেই তাঁরা এই প্রশ্ন তুলছেন। ‘‘যদি মৃত্যুদণ্ডের রায় দিতে সময় লাগে, তাহলে আমাদের মামলায় এত দ্রুত সিদ্ধান্ত কেন?’’

একজোট হয়ে সমাধান খুঁজুন SSC job seekers protest

চাকরিহারারা আরও বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর উচিত একজোট হয়ে আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করা। যদি তা না হয়, তাহলে কেউ আগামী বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না।’’

এদিকে, চাকরিহারাদের একাংশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তারা সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। তাদের দাবি, এ ধরনের রায় দেওয়া আগে আরও বিস্তারিত বিশ্লেষণ করা উচিত ছিল। তবে, ভবিষ্যতে তাঁদের দাবি না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Advertisements

চাকরিহারাদের এই হুঁশিয়ারি রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে, এবং আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব কেমন হবে তা সময়ই বলে দেবে।

West Bengal: Ahead of CM Mamata Banerjee’s meeting with SSC job seekers, protests erupted at Shaheed Minar. Job seekers issued a stern warning to political parties for the 2026 elections, demanding solutions to their grievances. Supreme Court’s decision sparks further unrest.