এবার আইনি পরামর্শ নিতে অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ২৫ হাজারেরও বেশি শিক্ষকদের মধ্যে এখন তীব্র অস্থিরতা। একদিকে রাজ্য সরকার চাকরিহারা শিক্ষকদের জন্য নানা আশ্বাস…

ssc candidates who lost their jobs will meet ex justice abhijit ganguly

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ২৫ হাজারেরও বেশি শিক্ষকদের মধ্যে এখন তীব্র অস্থিরতা। একদিকে রাজ্য সরকার চাকরিহারা শিক্ষকদের জন্য নানা আশ্বাস দিলেও, অনেকেই তাতে সন্তুষ্ট হতে পারছেন না। তাঁদের অভিযোগ, আইনজীবী বা আইনি পরামর্শের অভাবেই তাঁরা সঠিক পদক্ষেপ নিতে পারছেন না। এই পরিস্থিতিতে, প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আইনি পরামর্শ নিতে বুধবার দুপুরে তাঁর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।

অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের সঙ্গে বৈঠকের কথা ssc candidates who lost their jobs will meet ex justice abhijit ganguly

এ দিন দুপুরে অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে চাকরিহারা শিক্ষকদের। যাঁরা সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছিলেন, তারা এখন অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের কাছে আইনি পরামর্শ নিতে যাচ্ছেন। এই শিক্ষকদের দাবি, তাদের আইনি সমস্যা সমাধানে অভিজিৎ গঙ্গোপাধ্যয় যেভাবে আইনগত ভাবে আশার আলো দেখাতে পারেন, তা থেকে তাঁরা উপকৃত হতে পারেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যয় বলেন, “ওঁরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং কিছু নামের তালিকা পাঠানো হয়েছে। সরাসরি আইনি পরামর্শ দিতে না পারলেও, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে আমি দলের নির্দেশ মেনে আলোচনা করব।” উল্লেখ্য, ২০২১ সালে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের এজলাসে এই মামলা প্রথম উত্থাপিত হয়েছিল। সেদিন থেকে চাকরিহারা শিক্ষকদের মধ্যে অভিজিতের প্রতি আস্থা অনেক বেশি।

কী বলছে মঞ্চ? ssc candidates who lost their jobs will meet ex justice abhijit ganguly

“এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ” মঞ্চের সদস্য সুমন বিশ্বাস জানিয়েছেন, “অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন অভিজ্ঞ বিচারপতি ছিলেন, যিনি সেই সময় এই মামলার মূল বিষয়গুলো খোলাসা করেছিলেন। তিনি বলেছিলেন, রাজ্য সরকার যদি যোগ্যদের একটি সঠিক তালিকা প্রকাশ করে এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ্যে আনে, তাহলে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। আমরা তাঁর বক্তব্যে আস্থা রেখে, তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি।”

এদিকে, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি এবং অনিয়মের কারণে বাতিল করেছে। এই রায়ের ফলে চাকরি হারানো ২৫ হাজার ৭৩৫ জনের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করেছেন যে, যাঁরা ‘যোগ্য’ তাদের সমস্যার সমাধান আগে হবে। তবে অনেক চাকরিহারার জন্য এই আশ্বাস যথেষ্ট হয়নি, এবং তারা তাই অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের কাছে আইনি পরামর্শ নিতে যাচ্ছেন।

Advertisements

চাকরিহারা শিক্ষকদের মধ্যে গভীর অসন্তোষ  ssc candidates who lost their jobs will meet ex justice abhijit ganguly

মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠকে বিষয়টি আলোচনা হলেও, চাকরিহারা শিক্ষকদের মধ্যে গভীর অসন্তোষ ছিল। তার কারণ, তাঁদের দাবি অনুযায়ী সমাধান না পাওয়ার শঙ্কা। ফলে, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যয়ের কাছ থেকে আইনি পথনির্দেশনার জন্য আগ্রহী।

এছাড়া, সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে।

 West Bengal: Over 25,000 teachers lose jobs in West Bengal after Supreme Court verdict on SSC recruitment scam. Teachers seek legal advice from Abhijit Ganguly. Calls for OMR sheet transparency grow. Mamata Banerjee meets affected teachers.