পশ্চিম বর্ধমান জেলার শ্রীরামপুরে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পান্ডুয়া থেকে কালনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস৷ একটি টোটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ ৩৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। (Srirampur bus accident)
৯টা নাগাদ দুর্ঘটনা Srirampur bus accident
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল প্রায় ৯টা নাগাদ বাসটি দ্রুত গতিতে কালনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার মূল কারণ হিসেবে জানা যাচ্ছে, এদিন একটি টোটোর সঙ্গে সংঘর্ষ এড়াতে জোরে ব্রেক কষেছিল বাসটি। এর পরই বাসটি উল্টে যায়।
বাসের যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে আসেন। আহত ৩৩ জনকে কালনা সুপার-স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে, দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
তৎক্ষণাৎ তদন্ত শুরু পুলিশের Srirampur bus accident
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর কালনা-পাণ্ডুয়া রোডে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়। পুলিশ জানায়, বাসটি দ্রুত গতিতে চলছিল এবং একটি টোটো উল্টো দিক থেকে আসছিল। সংঘর্ষ এড়াতে বাস চালক ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এখনও পর্যন্ত পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে।
West Bengal: A tragic bus accident in West Bengal’s Srirampur leaves 1 dead and 33 injured on April 8, 2025. The bus overturned while avoiding a collision with a Toto. Victims are hospitalized in Kalna Super Speciality. Police investigate the cause.