শ্রীকান্তর ওপর বেজায় চটে জুনের কাছে ক্ষমা চাইতে বললেন মমতা

চোরেদের কথা পার্টি শুনবে আর আমরা চুপ করে থাকব? এরকম হলে পথ দেখতে হবে, কী তাইতো? মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়…

চোরেদের কথা পার্টি শুনবে আর আমরা চুপ করে থাকব? এরকম হলে পথ দেখতে হবে, কী তাইতো? মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছিল। রবিবার সেই ভিডিও নিয়ে তুমুল আলোচনা হয়। বুধবার মন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছিল। যেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি খারাপ লোককে তাঁরা ভালো বলছে। তাহলে আমরা বাঁচব কী করে? খারাপ লোককে খারাপ লোক বলতে হবে৷ ভালো লোককে ভালো লোক বলতে হবে৷ এখানে যদি দেবাদিদেব মহাদেব, সন্ধ্যা রায়, মুনমুন সেন, সায়নী ঘোষ, নজরুল, মিমি… যারা লুটেপুটে খাচ্ছে, তাঁরা যদি সম্পদ হয়, আমাদের পার্টি করা যাবে না।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

শালবনীর বিধায়কের কথায়, টাকা ডাকাতি করে যারা সম্পদ হয়, তাঁদের তো মন্ত্রীত্ব চলে গেলে ভালো হয়। ওই কেবিনেটের মন্ত্রীরা সবাই চোর বলছে তো। চোর ডাকাতদের কথা শুনবে কে? দিল্লি বম্বের লোকেরা ডাকাতি করবে কেন? আমরা ওই কেবিনেটে থাকব না৷ থাকাটার উচিত আছে কী? তাহলে আপনাকে পথ দেখাতে হবে৷ আর না হলে সামাজিক আন্দোলন করতে হবে৷ যতক্ষণ অবধি ন্যায় বিচার না পাবো আন্দোলন করে যাবো।
এই ভিডিও ভাইরাল হতেই তা পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরে জেলা তৃণমূলের তরফে তাঁকে শোকজ করা হয়৷ এরপরে জেলার নেতৃত্বের কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন তিনি। এমনটা জানা গেছে। শ্রীকান্তর এই বক্তব্যে নীচুতলার কর্মীরা খুশি হয়েছিলেন এমনটাই শোনা যায়।

তবে তৃণমূল সূত্রে খবর,শ্রীকান্তর এহেন মন্তব্যে বেজায় চটেছেন দলনেত্রী। শ্রীকান্তর নিরাপত্তায় যে পুলিশি ব্যবস্থা ছিল তা তুলে নেওয়া হচ্ছে। এক জন দেহরক্ষী বাদে বাকি পুলিশকে লাইনে চলে যেতে বলা হয়েছে। এসকর্ট গাড়িও তুলে নেওয়া হয়েছে। অবশ্য শ্রীকান্ত জানিয়েছেন তিনি এসম্পর্কে কিছু জানেন না। জেলায় গেলে বুঝতে পারবেন।

সূত্রের খবর, এদিন মন্ত্রীসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে সতর্ক করেন। তিনি বলেন, সূত্রের খবর, মমতা শ্রীকান্তকে বলেছেন জুন আপনার থেকে বয়সে ছোট, সেটা জানি।এমনভাবে ক্ষমা চাইবেন যেন জুন আমাকে ফোন করে বলেন।