Srijan Bhattachariya: প্রচারে বেরিয়ে সায়নীকে খোঁচা সৃজনের, কী বললেন তিনি

Srijan Bhattachariya

বামেদের প্রার্থী তালিকায় এবার অনেক নতুন মুখ। দীপ্সিতার পাশাপাশি এবার লোকসভা ভোটের প্রার্থী হয়েছেন সিপিএমের সৃজন ভট্টাচার্য (Srijan Bhattachariya)। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। টিকিট পাওয়ার পরই প্রচারে ব্যস্ত হয়ে পড়েন সৃজন। নিজের নির্বাচনী এলাকায় বামেদের মাটি ফিরে পেতে মরিয়া তিনি। অনুদিকে তৃণমূলের পক্ষ থেকে যদবপুরে ভোটে লড়ছেন তারকাপ্রার্থী সায়নী ঘোষ।

কিছুদিন আগেই প্রচার সারার সময় যাদবপুর এলাকায় দেখা হয়ে যায় দুই প্রার্থীর। তাদের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। যা থেকে খুশি হয়েছিলেন অনেকে। ওয়াকিবহল মহলের মতে রাজনীতিতে এমন সৌজন্য এখন বিরল। দুই প্রার্থীর মধ্যে রাস্তায় সাম্ন্য কথা হয়। তারপর তারা দুই দিকে চলে যান। দুজনেই ভোতের ফল ভালো হওয়ার জন্য দুজঙ্কেন শুভেচ্ছা জানিয়েছেন।

   

তবে সৃজন এবার প্রচারে বেরিয়ে বললেন, আমি পার্টটাইম পলিটিশিয়ান নই। আমি প্যারাস্যুট ক্যান্ডিডেট নই। আমি সর্বক্ষণ রাজনীতি করি এটাই আমার কাজ। আমরা যারা এই কাজটা করি পার্টি নির্দিষ্ট ভাবে এই কাজের জন্য আমাদেরকে অ্যাসাইন করেছে।

এরপরেই তিনি সায়নীকে খোঁচা দিয়ে বলেন, ‘আমি একটুখানি রাজনীতি করে নিলাম, একটু অভিনয় করে নিলাম, একটু নেচে নিলাম, একটু ইডির দফতরে ছুটে এলাম– এসব করার প্রয়োজন আমার পড়বে না। ফলত আমি ২৪ ঘণ্টা মানুষের জন্য কাজ করার চেষ্টা করর। মানুষ ভরসা দেখাবেন সেই আশা করব।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন