মহুয়ার ডাকা বৈঠকে অনুপস্থিত দুই তৃণমূল বিধায়ক! কারণ ঘিরে জল্পনা

লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জিতেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। কিন্তু নির্বাচনে জিতলেও মার্জিন খুব একটা বেশি হয়নি। বেশ কিছু বিধানসভাতেও হতাশাজনক ফল হয়েছে তৃণমূল…

Mahua Moitra

লোকসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জিতেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। কিন্তু নির্বাচনে জিতলেও মার্জিন খুব একটা বেশি হয়নি। বেশ কিছু বিধানসভাতেও হতাশাজনক ফল হয়েছে তৃণমূল কংগ্রেসের। আর তাই ফলাফল বেরোনোর এক মাসের মধ্যেই জরুরি বৈঠক ডেকেছিলেন মহুয়া। কিন্তু সেই বৈঠকেই অনুপস্থিত থাকলেন দুই তৃণমূল বিধায়ক।

একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে এই সভা আয়োজিত হয়েছিল। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত তৃণমূলের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা বৈঠকে যোগ দেন। সাংসদ মহুয়া মৈত্র ছাড়াও বিধায়ক, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিরা ছিলেন। সেই বৈঠকে গরহাজির চাপড়ার তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান ও কালীগঞ্জের বিধায়ক তৃণমূল নাসিরউদ্দিন আহমেদ।

   

বৈঠকে বেশ কয়েকজন নেতাকে কড়া ধমক দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। একই সঙ্গে কোথায় কোন নেতার জন্য ফল খারাপ হয়েছে, তার তালিকা তৈরির নির্দেশ দেন ব্লক সভাপতিদের। কৃষ্ণনগর উত্তর বিধানসভার অন্তর্গত পুরসভা এলাকায় এবার খুব খারাপ ফল করেছে তৃণমূল। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মহুয়া।

তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয়! এতদিন জানতেন মমতা, ভুল ভাঙতেই চমকে উঠলেন নবান্নে

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া বলেন, ভোটের পর একুশে জুলাই নিয়ে প্রস্তুতি মিটিং হল। সাংগঠনিক রদবদল হয়েই থাকে। ভোটের পর ফলাফল আমরা বিশ্লেষণ করি। সেটার ভিত্তিতে যদি সাংগঠনিক পরিবর্তন না করা যায়, তাহলে দলে গলদ থেকেই যাবে। তাই যেখানে যা করার আমরা সেটা করব।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের সদস্য অমৃতা রায়। ভোটের কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু কৃষ্ণনগরে পদ্ম ফোটা ব্যর্থ হন অমৃতা। মহুয়া মৈত্রর কাছে প্রায় ৬০ হাজার ভোটে হেরে যান তিনি।

‘ভোটে আমার হয়ে কাজ করুন’, কুণালকে ফোনে প্রস্তাব মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণের