ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন! মাঠে বিএলওরা

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: কেশপুর ব্লকে শুরু হয়েছে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (voter list revision) অভিযান। রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে এই কর্মসূচি, যার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকার তথ্য যাচাই, নতুন ভোটারদের নাম সংযোজন এবং পুরনো নাম বা ঠিকানার ত্রুটি সংশোধন।

Advertisements

এবার এই কাজের মূল দায়িত্বে রয়েছেন বুথ লেভেল অফিসার (BLO) এবং বুথ লেভেল এজেন্ট (BLA)-রা। তাঁরা সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে নাগরিকদের তথ্য যাচাই করছেন, প্রয়োজনীয় ফর্ম বিতরণ করছেন এবং মানুষকে সচেতন করছেন নিজেদের নাম যাচাই করতে।

   

ধনডাঙ্গরা গ্রামের ১৭৮ নম্বর বুথের বিএলও মমতা খাতুন জানালেন, “মানুষ খুবই সহযোগিতা করছেন। আমরা সকাল থেকে কাজ শুরু করি, দুপুরে একটু বিশ্রাম নিই, আবার বিকেল থেকে রাত পর্যন্ত তালিকা যাচাই করি। কেউ কোনো অসুবিধা করছে না, বরং সবাই আগ্রহ নিয়ে ফর্ম নিচ্ছেন। অনেকেই নিজের নাম বা পরিবারের নাম চেক করতে সাহায্য করছেন।”

একইভাবে বিএলএ দের পক্ষ থেকেও আশাবাদী সুরে বার্তা এসেছে। এক বুথ লেভেল এজেন্ট বলেন, “আমাদের বুথে এখন পর্যন্ত সব নাম সঠিক আছে। যাদের তথ্য মেলেনি, তাদের নতুন ফর্ম দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন কোনো নাগরিক বঞ্চিত না হন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মানুষের পাশে থেকে কাজ করছি।”

তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। ধনডাঙ্গরার বাসিন্দা শেখ আশরিফ উদ্দিন বলেন, “আমার বউমা তশলিমা খাতুনের নাম তালিকায় নেই। ওর ভোটার কার্ড দোগাছিয়ায় আছে, কিন্তু এখানে নাম ওঠেনি। এখন এখান থেকে কিছু একটা করতে হবে।”

Advertisements

এই বিষয়ে কেশপুর ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের সমস্যা মেটানো সহজ। ভোটারকে কেবলমাত্র প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফর্ম ৬ পূরণ করতে হবে। তারপরই নতুন করে নাম অন্তর্ভুক্ত করা যাবে।

প্রশাসনের এক আধিকারিক জানান, এই বিশেষ নিবিড় সংশোধন অভিযান চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত। ভোটারদের হাতে হাতে ফর্ম দেওয়া হচ্ছে। প্রতিটি বুথে BLO নিয়মিত তদারকি করছেন যাতে কেউ বাদ না পড়েন।

গ্রামাঞ্চলের সাধারণ মানুষ এই অভিযানে উৎসাহ নিয়ে অংশ নিচ্ছেন। অনেকে বলছেন, এটা যেন এক “সচেতনতার উৎসব” যেখানে সবাই নিজেদের নাগরিক পরিচয় যাচাই করছে, নতুন ভোটাররা প্রথমবারের মতো নাম তুলছে।

কেশপুর জুড়ে দেখা যাচ্ছে প্রশাসন ও জনগণের মিলিত প্রচেষ্টা একদিকে অফিসাররা তথ্য যাচাই করছেন, অন্যদিকে মানুষ নিজের দায়িত্ব পালন করছেন। এর ফলে তৈরি হচ্ছে আরও নির্ভুল, আধুনিক ও স্বচ্ছ ভোটার তালিকা।