
নদিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্ধারিত সভাকে কেন্দ্র করে যখন নদিয়ার তাহেরপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সেই সময়েই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। শনিবার ভোরে তাহেরপুর স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। গুরুতর জখম অবস্থায় আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ও আহত সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং তাঁরা প্রধানমন্ত্রী মোদীর সভায় যোগ দিতেই নদিয়ায় এসেছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সাবলদহ গ্রাম থেকে প্রায় ৪০ জনের একটি দল তাহেরপুরে পৌঁছয়। উদ্দেশ্য ছিল শনিবার অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণ করা। দীর্ঘ যাত্রার পর তাঁরা রাত কাটান তাহেরপুর স্টেশন সংলগ্ন এলাকাতেই। শনিবার ভোরে কয়েকজন রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারতে যান। সেই সময়ই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের দিকে ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে ট্রেন আসছে তা সহজে বোঝা যায়নি। হঠাৎ দ্রুতগতিতে একটি ট্রেন এসে পড়ে এবং রেললাইনের উপর থাকা কয়েকজনকে ধাক্কা মারে। তীব্র ধাক্কায় তিনজন ছিটকে পড়েন লাইনের উপরেই। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত আরও দু’জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি দল তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রেললাইন সংলগ্ন এলাকা ঘিরে তদন্ত শুরু হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ট্রেন চালকের বক্তব্য, সিগন্যাল ব্যবস্থা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
রেল প্রশাসনের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
উল্লেখযোগ্যভাবে, নদিয়ার তাহেরপুর এলাকা মতুয়াগড় নামেও পরিচিত। এখানেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা অনুষ্ঠিত হওয়ার কথা। এসআইআর (Special Intelligence Report) আবহে সভাস্থল ও আশপাশের এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার মধ্যেই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবরে মুর্শিদাবাদের সাবলদহ গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনা ফের একবার রেললাইন সংলগ্ন এলাকায় অসতর্কতার মারাত্মক পরিণতির কথা সামনে আনল। পাশাপাশি বড় রাজনৈতিক সভা উপলক্ষে দূরদূরান্ত থেকে আগত মানুষের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।









