কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মিছিল নিয়ে ফের আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যের আপত্তিতে মঙ্গলবার হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পূর্ব বর্ধমানে নির্ধারিত বিজেপির মিছিল অন্য দিনে করতে হবে। আদালতের এই পর্যবেক্ষণের মধ্যেই অবশ্য উত্তর ২৪ পরগনার সোদপুরে শুভেন্দুর নেতৃত্বে শুরু হয়েছে বিজেপির প্রথম মিছিল।
বুধবারের মিছিল বাতিল
মঙ্গলবার মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ জানায়, বুধবার পূর্ব বর্ধমানের মিছিলটি এখনই না করে অন্য দিনে করা হোক। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তারা আগামী ৯ নভেম্বর (রবিবার) ওই মিছিল করতে ইচ্ছুক। রাজ্যের আইনজীবী এই প্রস্তাবের বিরোধিতা করেননি।
উল্লেখ্য, আদালতের নির্দেশের আগেই সোদপুরে মিছিল শুরু করে বিজেপি। এ বিষয়ে আদালতে প্রশ্ন তোলেন বিজেপির আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি জানান, আদালতের লিখিত নির্দেশনামায় বিষয়টি উল্লেখ থাকবে।
হাই কোর্টে আবেদন বিজেপি-র
এর আগে, সোমবার জোড়া মিছিলের অনুমতি না-পাওয়ায় হাই কোর্টে আবেদন করেছিল বিজেপি। তাদের অভিযোগ ছিল, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে চায়, কিন্তু প্রশাসন অনুমতি দিচ্ছে না।
সোমবার বিচারপতি কৌশিক চন্দ শুভেন্দু অধিকারীকে মঙ্গলবার সোদপুরে এবং বুধবার পূর্ব বর্ধমানে মিছিল করার অনুমতি দেন। সেই রায়ের বিরোধিতাতেই রাজ্য সরকার মঙ্গলবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়।
রাজ্যের তরফে আদালতে জানানো হয়, মঙ্গলবার রাস উৎসব এবং বুধবার গুরু নানকের জন্মদিন। এই দুই ধর্মীয় উৎসবের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলিতে প্রশাসনিক অসুবিধা হতে পারে, তাই মিছিল দু’টি বাতিল বা স্থগিত করা হোক।
বিচারপ্রক্রিয়ায় বিজেপির আইনজীবী জানান, গুরু নানকের জন্মদিন উপলক্ষে শিখ ধর্মাবলম্বী মানুষের ভাবাবেগের কথা ভেবে দল কর্মসূচি পিছিয়ে দিতে রাজি।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, পূর্ব বর্ধমানের মিছিল আপাতত স্থগিত, তবে রাজ্য বিজেপি জানিয়েছে, তাদের প্রতিবাদ কর্মসূচি শীঘ্রই নতুন তারিখে অনুষ্ঠিত হবে।


