চুঁচুড়ায় শুরু নরেন্দ্রকাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট, অংশ নিচ্ছে ৮ দল

হুগলি জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগে শনিবার থেকে শুরু হল নরেন্দ্রকাপ (Narendra Cup) মহিলা ফুটবল টুর্নামেন্ট। চুঁচুড়া স্টেশন সংলগ্ন যুবসংঘের মাঠে আজ দুপুর ১২টা নাগাদ এই…

চুঁচুড়ায় শুরু নরেন্দ্রকাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট, অংশ নিচ্ছে ৮ দল

হুগলি জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগে শনিবার থেকে শুরু হল নরেন্দ্রকাপ (Narendra Cup) মহিলা ফুটবল টুর্নামেন্ট। চুঁচুড়া স্টেশন সংলগ্ন যুবসংঘের মাঠে আজ দুপুর ১২টা নাগাদ এই দু’দিনব্যাপী টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রতিযোগিতায় হুগলি জেলার মোট ৮টি মহিলা ফুটবল দল অংশ নিচ্ছে।

Advertisements

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় শ্যামাপ্রসাদ একাদশ এবং চিত্তরঞ্জন একাদশ। ম্যাচ ঘিরে মাঠে কয়েকশো দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষজনের উৎসাহে পুরো মাঠেই উৎসবের আবহ তৈরি হয়।

   

এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সম্পাদিকা অরুপা সামন্ত, বেবী তিওয়ারী সহ বিজেপির একাধিক স্থানীয় নেতা ও কর্মী।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার মহিলা ফুটবলারদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে গ্রাম ও জেলা স্তরে মহিলা ফুটবলের অংশগ্রহণ বাড়লেও নিয়মিত প্রতিযোগিতার সুযোগ এখনও সীমিত—এই টুর্নামেন্ট সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করবে বলে মনে করা হচ্ছে।

দু’দিন ধরে চলা এই টুর্নামেন্টে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, স্থানীয় ক্রীড়াঙ্গনে মহিলা ফুটবলের প্রতি দর্শক ও তরুণীদের আগ্রহ আগামী দিনে আরও বাড়বে।

Advertisements