HomeWest BengalSouth Bengalরাজ্যজুড়ে ১৭৫ ইন্সপেক্টরের বদলি, নজর পশ্চিম মেদিনীপুরে

রাজ্যজুড়ে ১৭৫ ইন্সপেক্টরের বদলি, নজর পশ্চিম মেদিনীপুরে

- Advertisement -

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে ফের বড়সড় পুলিশে রদবদল (West Bengal police)। বুধবার নবান্নের নির্দেশিকায় ইন্সপেক্টর পদে মোট ১৭৫ জন অফিসারের বদলি ঘোষণা করা হয়েছে। সিআই, আইসি, আইবি, ডিআইবি প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ স্তরে একযোগে বদলি হওয়ায় বিভিন্ন জেলায় নতুন কর্মচাঞ্চল্য তৈরি হয়েছে। দপ্তর সূত্রে খবর, দক্ষতা, কাজের মান এবং প্রশাসনিক কাঠামোর প্রয়োজন অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা সবচেয়ে বেশি প্রভাবিত।

জেলায় একাধিক থানার নেতৃত্বে এসেছে নতুন মুখ। সুজয় লায়েক, যিনি এতদিন সিআইডিতে কর্মরত ছিলেন, তাঁকে নতুনভাবে আইসি নয়াগ্রাম করা হয়েছে।  সুদীপ ঘোষাল, বর্তমান নয়াগ্রাম আইসি, বদলি হয়ে যাচ্ছেন গঙ্গাজলঘাটি থানায় আইসি পদে।

   

সহযোগী জেলা তিনটি—ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন—বিপ্লব কর্মকার, আইসি ঝাড়গ্রাম, বদলি হয়ে যাচ্ছেন আইসি নকশিপাড়া। তাঁর স্থানে ঝাড়গ্রাম থানার নতুন আইসি হচ্ছেন উত্তম ঘোষ, যিনি আগে আইবি ইনস্পেক্টর ছিলেন। সেক রবীরউদ্দিনকে পাঠানো হয়েছে বাঁকুড়া ডিইবি শাখায়। দয়াময় মাঝিকে দেওয়া হয়েছে পুরুলিয়া ডিআইবির দায়িত্ব।

খড়গপুর মহকুমায় একাধিক কর্মকর্তা বদলি সঞ্জয় কুন্ডু এসেছেন সিআই খড়গপুর পদে; তিনি বিধাননগরে কর্মরত ছিলেন। রিফাজুল মন্ডল সোনারপুর থেকে বদলি হয়ে আসছেন সিআই সদর হিসেবে। বর্তমান সিআই খড়গপুর অতীন্দ্রনাথ দত্ত বদলি হয়ে যাচ্ছেন সিআই এগরা পদে।

কেশিয়াড়ি–মোহনপুর–খড়গপুর টাউনে পরিবর্তন সুশোভন সরকার হচ্ছেন নতুন আইসি কেশিয়াড়ি; তিনি বারুইপুর থেকে বদলি হয়ে এসেছেন। বিশ্বজিত হালদার যাচ্ছেন জলপাইগুড়ি ট্রাফিক ইনস্পেক্টর পদে। প্রদীপ পাল হচ্ছেন নতুন আইসি মোহনপুর, তিনি বারুইপুর থেকে এসেছেন।

গোয়ালতোড় ও সাইবার ক্রাইম বিভাগে রদবদল অভিষেক বিশ্বাস বদলি হয়ে যাচ্ছেন পুরুলিয়া সাইবার ক্রাইম ইনস্পেক্টর হিসেবে। সুবীর ঢালী, যিনি জয়নগরের সিআই ছিলেন, হচ্ছেন আইসি গোয়ালতোড়।

রেল পুলিশের বড় পরিবর্তন প্রশান্ত কীর্তোনিয়া, আইসি খড়গপুর জিআরপি, বদলি হয়ে যাচ্ছেন করিমপুর আইসি হিসেবে। তাঁর জায়গা নিচ্ছেন অভিজিৎ চ্যাটার্জি, যিনি এতদিন শিবপুর থানার আইসি ছিলেন।

নবান্নের মতে, আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে এবং বিভিন্ন থানার কার্যকারিতা বাড়াতে এই রদবদল অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিশেষ করে উৎসবের আগে গোটা প্রশাসনকে আরও দ্রুতগতির ও দক্ষ করে তোলাই লক্ষ্য।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular