দর্শনার্থীদের সুবিধায় কালীপুজোয় বারাসত পুলিশের ডিজিটাল উদ্যোগ

বারাসত: কালীপুজোর (Barasat Kali Puja 2025) দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় ও যানজট সামলাতে অভিনব উদ্যোগ নিল বারাসত জেলা পুলিশ। এবছর কালীপুজো উপলক্ষে বারাসত ও মধ্যমগ্রাম অঞ্চলের পুজোপ্রেমীদের সুবিধার জন্য চালু হয়েছে বিশেষ ওয়েবসাইট — www.kalipujabarasat.in। এই ওয়েবসাইটের মাধ্যমে এক ক্লিকেই জানা যাবে পুজোর মণ্ডপে ভিড়ের অবস্থা, ট্রাফিক রুট, পার্কিং জোন, নো-এন্ট্রি পয়েন্ট এবং পুলিশ সহায়তা কেন্দ্রের অবস্থান।

Advertisements

বারাসত জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কালীপুজোর সময়ে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ দর্শনার্থীদের জন্য হবে এক বড় সহায়তা। প্রতি বছর বারাসত, মধ্যমগ্রাম এবং আশেপাশের এলাকায় শতাধিক বড় কালীপুজো অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে উপচে পড়ে ভিড়। যানজট, পার্কিংয়ের সমস্যা ও নিরাপত্তা নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়। তাই এবছর ডিজিটাল মাধ্যমেই সেই সমস্যা দূর করতে চায় প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটে থাকবে ‘লাইভ ক্রাউড ট্র্যাকার’। দর্শনার্থীরা দেখতে পারবেন কোন মণ্ডপে কতটা ভিড় চলছে, কোন রাস্তাগুলি যানবাহনের জন্য বন্ধ, আর কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে ভিড়ের লাইভ ফুটেজ, যাতে মানুষ আগে থেকে বুঝে নিতে পারেন কোন পথে গেলে সুবিধা হবে।

বারাসত জেলা পুলিশের এসপি প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, “২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বারাসত শহরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হবে। কলকাতা দিক থেকে আসা বাস রথতলা মোড়ের পর আর যেতে পারবে না। রথতলা থেকে যশোর রোড পর্যন্ত টোটো ও অটো পরিষেবা থাকবে।”

তিনি আরও বলেন, “দর্শনার্থীদের সুবিধার্থে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জোন তৈরি করা হয়েছে শেঠপুকুর ও মিলনীর মাঠে। নিরাপত্তার স্বার্থে বারাসত ও মধ্যমগ্রাম এলাকায় মোতায়েন করা হবে ২৬০০ পুলিশ কর্মী। সর্বত্র থাকবে সিসিটিভি নজরদারি।”

নারী সুরক্ষা ও অপরাধ দমনেও জোর দিচ্ছে বারাসত পুলিশ। কালীপুজোর দিনগুলিতে ভিড়ের মধ্যে সাদা পোশাকে ছদ্মবেশে থাকবেন একাধিক পুলিশ কর্মী, যাতে চুরি, ইভ-টিজিং বা অন্য কোনও অপরাধমূলক ঘটনা ঘটার আগেই তা রোধ করা যায়।

Advertisements

দর্শনার্থীরা যদি কোথাও কোনও সমস্যায় পড়েন, তবে সরাসরি পুলিশ হেল্পলাইনে ফোন করে বা মেসেজ পাঠিয়ে সাহায্য চাইতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া, স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে পুলিশের পরামর্শ— পুজোর সময়ে বাইরে বেরোনোর সময় যেন প্রত্যেকে নিজের আধার কার্ড, ভোটার কার্ড বা বিদ্যুৎ বিলের কপি সঙ্গে রাখেন। এতে নিরাপত্তা ও যাচাইকরণে সুবিধা হবে।

বারাসত পুলিশের মতে, এই ওয়েবসাইট কেবল ভিড় নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল নাগরিক সহায়তার এক নতুন অধ্যায়। প্রযুক্তির সহায়তায় এবছরের কালীপুজোয় শহরবাসী আরও নিরাপদ ও ঝামেলামুক্তভাবে উপভোগ করতে পারবেন মা কালী দর্শন।

নাগরিকরা ইতিমধ্যেই উদ্যোগটির প্রশংসা করেছেন। অনেকেরই বক্তব্য, “এই ওয়েবসাইট থাকলে প্যান্ডেলে যাওয়ার আগে ভিড় দেখা যাবে। ট্রাফিকের ঝামেলাও কম হবে।” পুলিশ প্রশাসনের আশা, এই ডিজিটাল প্ল্যাটফর্ম বারাসতের কালীপুজোয় শৃঙ্খলা ও স্বস্তি দুই-ই ফিরিয়ে আনবে।