যুবকের রহস্য মৃত্যুতে বলাগড়ে থানায় ভাঙচুর

balagarh-youth-mysterious-death-protest-and-police-station-vandalism

বলাগড়: চাঞ্চল্য ছড়াল হুগলির বলাগড়ে। এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে উত্তাল বলাগড় (mysterious death of the Balagarh youth)। সঙ্গে চলল থানা ভাঙচুর। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। এক মত্ত যুবককে থানায় তুলে নিয়ে আসে বলাগড় থানার পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ। শুক্রবার সকালে যুবকের মৃতদেহ পাওয়া যায় রেল লাইনে।

এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে উঠেছে বলাগড় এবং স্থানীয় বাসিন্দারা রীতিমত পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। থানায় ঢুকে তারা থানা ভাঙচুর করেন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ঘটনায় জড়িত আছে পুলিশ। যুবককে তুলে নিয়ে যাওয়ার পরে কি হল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই মুহূর্তে বলাগড়ে পুলিশকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি।

   

সমুদ্রে আত্মনির্ভর ভারতের আরেকটি প্রতীক; নৌবাহিনী পাবে দেশীয় যুদ্ধজাহাজ DCS A20

মৃতদেহ উদ্ধারের পরই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। পরিবার দাবি করে— “যুবক থানায় তোলা হয়েছিল। তারপর কি ঘটল? কেন তাকে মৃত অবস্থায় রেললাইনে পাওয়া গেল? এটা নিছক দুর্ঘটনা নয়।” তাঁদের দাবি, পুলিশের গাফিলতি বা নির্যাতনের জেরেই এমন ঘটনা ঘটতে পারে। এই অভিযোগ মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো বলাগড়ে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।

ক্রমশ ক্ষোভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয় এবং পরে থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। তবে পুলিশের বয়ান অনুযায়ী যুবক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেল বন্ডে সই করে তিনি থানা থেকে বেরিয়ে বাড়ির দিকে যান। কিন্তু আজ সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তবে স্থানীয়রা এই ব্যাখ্যা মানতে নারাজ।

তাঁদের মতে, যদি যুবককে রাতেই ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে তিনি বাড়ি না ফিরে রেললাইনের কাছে কীভাবে গেলেন? রাস্তার কোথাও সিসিটিভির তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না? এসব প্রশ্নের কোনো উত্তর না মেলায় ক্ষোভ আরও বেড়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অঞ্চলটিতে যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে জানান তদন্তকারীরা। পরিবার এবং স্থানীয়দের দাবি, তদন্ত নিরপেক্ষ হোক এবং দোষীরা শনাক্ত হোক— তা সে পুলিশই হোক বা অন্য কেউ। এখন পুরো বলাগড়জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন