“২ লক্ষ লোক, ৪ হাজার ভোটার!” SIR-এর চাপে পালাচ্ছে ‘অবৈধ বাংলাদেশী’

কলকাতা: কসবার গুলশান কলোনি থেকে রাজারহাট-নিউটাউনের একাধিক বস্তি, প্রশাসনের নাকের ডগায় কলকাতার বুকে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বসবাস করছে বলে সুর চড়িয়ে আসছে বিজেপি। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই বাক্স-প্যাঁটরা নিয়ে রাতারাতি অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালাচ্ছে বলে দাবী বিজেপির।

Advertisements

রবিবার শুধু গুলশান কলোনি বা নিউটাউন-রাজারহাট নয়, উত্তর ২৪ পরগণা, হাওড়া থেকেও SIR-এর ভয়ে অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক পড়ে গিয়েছে বলে দাবী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার এক্সে তিনি বলেন, “গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়ছেন বিএলও-রা। ঘিঞ্জি এলাকার এত মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের। জানা যাচ্ছে যে আবাসিকদের প্রায় ৮৫ শতাংশ বহিরাগত। এলাকায় ২ লক্ষ লোক, ৪ হাজার ভোটার!”

   

https://x.com/SuvenduWB/status/1987431054572245267

পাশাপাশি, ডায়মন্ড হারবারে অবাস্তব হারে মুসলিম ভোটারদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এদিন এক্সে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর বিধানসভার গোঁড়ের হাট খাল পাড় এবং হাওড়ার রামরাজাতলা বলে দাবী করা দুটি ভিডিও শেয়ার করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেইসঙ্গে তিনি লেখেন, “দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার গোঁড়ের হাট খাল পাড়ে থাকা বাংলাদেশী রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বস্তি অনেকটাই ফাঁকা। অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশীরা”।

Advertisements

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) শুরু হতেই ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ অধ্যুষিত একের পর এক কলোনি, বস্তি ফাঁকা হয়ে যাচ্ছে বলে দাবী করে আসছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদেরই ভোট-ব্যাংক হিসেবে ব্যাবহার করে এসেছে বলে অভিযোগের সুর চড়িয়েছে গেরুয়া শিবির।

অন্যদিকে, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের এসআইআর-এর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করছেন তাঁরাই। সুলভে বিলি হয়েছে ‘হিন্দুত্বের কার্ড’। বিজেপির দাবী, ওই কার্ড দেখয়ে পড়ে সিএএ-এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন হিন্দু অভিবাসীরা।