HomeWest Bengalহাঁসখালি স্টাইলে কাকদ্বীপে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

হাঁসখালি স্টাইলে কাকদ্বীপে ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা

- Advertisement -

ফের ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। তবে এবার নির্যাতিতা কোনোক্রমে বেঁচে গেছেন। তিনি চিকিৎসাধীন ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগার কাকদ্বীপ সরগরম।

তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সরকারি অনুষ্ঠান থেকে বলেন, নদিয়ার হাঁসখালির ঘটনা লাফ অ্যাফেয়ার। এবার কাকদ্বীপের ঘটনা নিয়ে কী বলবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে।

   

জানা গেছে, কাকদ্বীপের ওই মহিলা রাতে শৌচাগারে গিয়েছিলেন। তাকে ৪- ৫ জন দুষ্কৃতি অপহরণ করে। অভিযোগ এরপর ধর্ষণ করা হয় ওই মহিলাকে। খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। সন্তানদেরও খুন করার হুমকি দেওয়া হয়। আরও অভিযোগ, ধর্ষিতাকে পুড়িয়ে মারার জন্য গায়ে কেরোসিন ছিটিয়ে দেওয়া হয়। মহিলার চিৎকারে কয়েকজন জড়ো হওয়ায় পালায় দুষ্কৃতিরা। পরিবারের দাবি গনধর্ষণ হয়েছে।

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, ৯ তারিখ ভোরে বেরিয়েছিলেন তিনি। স্বামী সেই সময় ঘরে ঘুমিয়েছিলেন। চার-পাঁচজন এসে পিছন থেকে তাঁর মুখ বেঁধে গণধর্ষণ করে। পরে গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। অভিযুক্তদের মধ্যে একদন তাঁর ভাসুর এবং অপরজন ভাসুরের বেয়াই। অন্যদের পরিচয় জানা যায়নি। সোমবার নামখানা থানার পুলিশ তাদের আটক করেছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।

কাকদ্বীপের ঘটনায় ফের বিতর্ক তুঙ্গে। অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা ক্রমে খারাপ হয়ে পড়ছে। তবে সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যের উন্নয়ন চিত্র দেখায় না সংবাদ মাধ্যম। কিছু দুর্ভাগ্যজনক ঘটনাকে বড় করে দেখায়। অন্য রাজ্যের থেকে এ রাজ্যের পরিস্থিতি ভালো।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular