কাশীপুরের বিজেপি যুব নেতার রহস্য মৃত্যুর তদন্তে আরও তৎপর হল সিট। এবার পরিবারের সহযোগিতা চাইলেন তদন্তকারী অফিসাররা৷ সূত্রের খবর, পরিবারের কাছে অর্জুন চৌরাসিয়ার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড চেয়েছে সিট৷ পরিবারের তরফে জানানো হয়েছে এবিষয়ে তাঁরা কিছুই জানেন না।
মৃত অর্জুন চৌরাসিয়ার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড জানতে বিশেষজ্ঞ টিমের সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনার আগে কার সঙ্গে যোগাযোগ করেছিল অর্জুন? তা জানতে পরীক্ষা করা হচ্ছে মৃতের মোবাইল ফোনের কললিস্ট এবং মেসেজ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে এক গাড়ি অর্জুনের বাড়ির সামনে আসে। ধুসর রঙয়ের সেই গাড়িটিকে নিয়েও রহস্যের দানা বাঁধতে শুরু করেছিল। সেজন্য ওই গাড়ির চালককে ডেকে চিৎপুর তজানায় জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে জানা যায়, এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন চালক। চালকের বক্তব্য সঠিক কি না তা তদন্ত করতে আত্মীয়ের বাড়িতে উপস্থিত হয় পুলিশ। যদিও সেব্যাপারে কোনও পোক্ত দাবি উঠে আসেনি৷
উল্লেখ্য, শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত একটি ঘরে বিজেপির যুব কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পরিবারের তরফে দাবি করা হয় তাঁর ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার আগের রাতেই অর্জুনের মা কাউকে বলতে শোনেন “খুন করে দেব, কাউকে খুঁজে পাবে না”৷
ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্ত চান।
সোমবার বিকেলে পরিবারের থেকে সমস্ত তথ্য উপস্থিত হয় সিট৷ কিন্তু রাজ্য পুলিশের ওপর আস্থা রাখছেন না তাঁরা৷ সিবিআই তদন্তের দাবিতেই সরব মৃতের পরিবার৷ জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মুখ খুলতে চায় অর্জুনের পরিবার৷