বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন সৌরভ। কিন্তু তার কনভয় দুর্ঘটনার শিকার হয়। সৌরভ নিজেই সেদিনের দুর্ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ।
কী ঘটেছিল দুর্ঘটনায়?
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সেদিনের দুর্ঘটনার ঘটনার বর্ণনা দিচ্ছেন। সৌরভ বলেন, “ওটা আমার বন্ধুর গাড়ি। সে আমার সঙ্গেই সফর করছিল। আমার গাড়ির পিছনেই ওর গাড়ি ছিল। সামনে কনভয় ছিল, তারপর আমার গাড়ি, এরপর বন্ধুর গাড়ি ছিল। ওর গাড়ির পিছনে ছিল একটি অ্যাম্বুলেন্স এবং শেষে আরেকটা কনভয় ছিল।”
তিনি আরও বলেন, “হাইওয়েতে একটা ট্রাক হঠাৎ লেন চেঞ্জ করে। পুলিশের গাড়িটা দাঁড়িয়ে যায় এবং আমার গাড়ির সাথে সঠিক দূরত্ব বজায় রাখতে পারায় আমি দুর্ঘটনার কবলে পড়ি না। কিন্তু আমার পিছনে থাকা বন্ধুর গাড়ি সেটা পেরেছিল না এবং এসকর্টের গাড়ির কাছে গিয়ে সংঘর্ষ ঘটে।” সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ভাগ্য ভালো ছিল। কিছু হয়নি। আমার গাড়ি ও চালক ঠিক আছেন। বন্ধুদের গাড়িও ঠিক আছে, কোনো আঘাত নেই। সব ঠিক আছে।”
View this post on Instagram
দুর্ঘটনার কারণ
বর্ধমানে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর, সিঙ্গুরের কাছে একটি দ্রুত গতিতে চলা লরি তার গাড়িকে আচমকাই চাপতে থাকে। লরিটি গাড়ির কাছ দিয়ে গা ঘেঁষে চলে যাচ্ছিল। এই পরিস্থিতিতে সৌরভের গাড়ির চালক গাড়ির ব্রেক কষে। হঠাৎ ব্রেক কষার ফলে পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি পরপর সৌরভের গাড়িতে ধাক্কা মারে। সৌরভের গাড়িটি একটি রেঞ্জ রোভার ছিল, যা খুব শক্তপোক্ত, তাই বড় দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পান। কনভয়ের গাড়িগুলোর কিছুটা ক্ষতি হলেও সৌরভের গাড়িতে তেমন কোনো ক্ষতি হয়নি। এই দুর্ঘটনার পর রাস্তায় কিছু সময় অপেক্ষা করে সৌরভ বর্ধমানের অনুষ্ঠান যোগ দেন।
দুর্ঘটনার পরেও সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর আসন্ন বায়োপিক সম্পর্কেও কিছু আলোচনা করেছেন। সৌরভ নিজে তাঁর চরিত্রে কাকে দেখতে চান, সেই প্রশ্নে সৌরভ কিছুটা কায়দা করে এবং ডিপ্লোম্যাটিক উত্তর দেন। তিনি বলেন, “আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।” আর যখন তাকে প্রশ্ন করা হয়, “ডোনার চরিত্রে কাকে দেখা যাবে?” তখন সৌরভ বলেন, “ডিফিক্যাল্ট ক্যারেক্টার। অনেক অপশন আছে, তবে বেছে উঠতে পারিনি।”
শুটিং শুরুর সম্পর্কে সৌরভ (Sourav Ganguly) বলেন, “আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন। তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।”