জীবনে প্রথমবার ভোট দিলেন না সৌমিত্র খাঁ, কারণ জানলে অবাক হবেন

ফের একবার সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কেন্দ্রের পাশাপাশি অন্যান্য…

ফের একবার সংবাদ শিরোনামে জায়গা করে নিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কেন্দ্রের পাশাপাশি অন্যান্য জায়গায় গিয়ে জোরকদমে প্রচার চালাতে দেখা গিয়েছে তাঁকে। অথচ নিজেই কিনা ভোট দিতে পারলেন না! হ্যাঁ এমনই ঘটনা ঘটে গেল বাংলার এই হেভিওয়েট প্রার্থীকে নিয়ে।

ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জলঘোলা শুরু হয়েছে। শুধু কি তাই, তাঁর প্রাক্তন স্ত্রী এবং বিষ্ণুপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল অবধি সৌমিত্র খাঁকে নিয়ে কথা বলতে পিছু পা হননি। জীবনে এই প্রথমবার এমন হল যেখানে সৌমিত্র ভোট দিতে পারলেন না। কিন্তু কেন জানেন? যদি না জানা থাকে তাহলে জেনে নিন।

   

সৌমিত্র বল্লভ জুনিয়ার বেসিক স্কুলের ২৬০ নম্বর বুথের ভোটার। এদিকে দুবারের সাংসদ হয়েও ভোট দেওয়া থেকে বিরত থাকলেন তিনি। স্বাভাবিকভাবেই এহেন ঘটনা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। যদিও কেন এরকম করলেন তা নিয়ে বড় মন্তব্য করতে শোনা গেল বিজেপি প্রার্থীকে। তিনি জানালেন, ‘ভোট দিতে যাওয়া-আসা মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা লেগে যেত। যেতে আড়াই ঘণ্টা, ফিরতে আড়াই ঘণ্টা। ভোট দিতে যাওয়া নৈতিক কর্তব্য ছিল। তবে ভোটের দিন এলাকা ছেড়ে যাওয়াটা আমার উচিত বলে মনে হয়নি। আমার নিজেরই খারাপ লাগছে, ভোট দিতে পারলাম না।’

তিনি আরও বলেন, ‘যদি বিষ্ণুপুর ছেড়ে চলে যেতাম, তাহলে এই ভোটটা হত না। আমি প্রতি মুহূর্তে দেখেছি পরিস্থিতি। ওরা চাইছিল, আমাকে রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাবে। যা ওরা পারেনি। কারণ, আমি ভোটের দিন কখনোই বাইরে বের হই না। কিন্তু এই প্রথম আমি ভোট দিলাম না।’ এদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলের দাবি, ‘এটা অত্যন্ত অগণতান্ত্রিক কাজ। একজন সিটিং সাংসদ, বিজেপির প্রার্থী। যেখানে উনি ল মেকার বলেন নিজেকে। সেখানেই ল ব্রেক করছে। সারাদিন হোটেলে বসে ফুর্তি মেরে কাটিয়ে দিলেন তিনি। উনি বুঝে গেছেন নিজে হারছেন তাই তাই বাঁকুড়ায় ওনাদের দলের যে প্রার্থী সুভাষ সরকারের হারের জন্য এবং তা নিশ্চিত করার জন্য তিনি ভোট দিলেন না। তবে এটা বুঝতে হবে উনি সুভাষ সরকারকে প্রত্যাখ্যান করলেন । এটা বুঝতে হবে যদি সুভাষ সরকার এক ভোটে হারে তার জন্য দায়ী থাকবে সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ-এর দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত এবং প্রার্থী পদ বাতিল করা উচিত।’