কোটি কোটি গচ্ছিত টাকা লোপাট, সোনারপুরে জনতার হাহাকার-অবরোধ

১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সোনারপুরের সমবায় সমিতির বিরুদ্ধে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধে ১০ কোটি টাকা…

১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সোনারপুরের সমবায় সমিতির বিরুদ্ধে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ। সাধারণ গ্রামের মানুষজন যারা টাকা রেখেছিলেন সেই সব টাকা করা হয়েছে আত্মসাৎ।

এই অভিযোগের ভিত্তিতে কামালগাছি থেকে বারুইপুর যাওয়ার রাস্তা অবরোধ করছে আর্থিক তছরুপের শিকার হওয়া সাধারণ মানুষেরা। তারা বারংবার একটা কথাই দাবি করে এলাকার ভিডিও সহ পুলিশ অফিসারদের জানিয়েছেন তাদের টাকা ফেরত চাই। এর সঙ্গেই তারা সমবায় সমিতিকে জানিয়েছে তবে কোথাও মেলেনি সুরাহা। সেই কারণেই আজ তারা প্রথমে সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং বর্তমানে তারা রাস্তা অবরোধ করেছে।

   

এ বিষয় টাকা খুইয়ে সর্বশান্ত হওয়া এক অসহায় ব্যক্তি জানিয়েছেন, “লাঙ্গলবেড়িয়া সমবায় দফতর ১০ কোটি টাকা তছরুপ করেছে। গরিব মানুষের খেটে খাওয়া টাকা ওখানে ছিল। লক্ষ্মী ভান্ডারের টাকা, বৃদ্ধ ভাতার টাকা এবং মানুষের রক্ত জল করার টাকা ওখানে গচ্ছিত ছিল। এখন ওরা টাকা দিতে চাইছে না। তাই আমাদের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে”।

Advertisements

৬ মাস ধরে বারংবার বলার পরেও মিলছে না টাকা। সমবায় দফতর, এসপিও, বিডিওকে জানানোর পরেও মেলেনি সুরাহা। সাধারণ মানুষের দাবি, যারা টাকা চুরি করেছে সিবিআই ইডির দ্বারা তাদের যেন যোগ্য বিচার দেওয়া হয়।

ঘটনাস্থলে রয়েছে সোনারপুর থানার পুলিশ। তারা বারংবার সাধারণ মানুষকে এই বিক্ষোভ তুলে নেওয়ার জন্য বলছেন। তবে বিক্ষোভকারীরা তাদের পদক্ষেপে অনড়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News