নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুধুমাত্র মন্ত্রী নয়, তৃণমূলের অনেক পুরাতন সদস্য ও হেভিওয়েট নেতা ছিলেন পার্থ।
অন্যদিকে, গরু পাচার মামলায় জেলে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)৷ এবার তাঁদের গ্রেফতারি রহস্যভেদ করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি নেত্রী সোনালী গুহ (Sonali Guha) ৷
তিনি বলেন, আমি তো জানি কোনও একটা গোপন সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নাকি কারোর একটা মাধ্যমে ইডিকে দিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করিয়েছে। এমনকি অনুব্রত মণ্ডলের এই অবস্থার জন্য অভিষেককেই দায়ি করেছেন তিনি। অভিষেক কি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে? প্রশ্ন তোলেন তিনি।
তাঁর কথায়, দল জানতো না? দল সবটা জানত৷ অভিষেককে না বলা, না নাম করা নেতা বলে কটাক্ষ করেন তিনি। এটাকে তৃণমূলের নবজোয়ার নয়, পুলিশের নবজোয়ার বলে কটাক্ষ করেন তিনি৷ একইসঙ্গে তাঁর কথায়, গোপন ব্যালটে যদি ভোট করাতে হয়, তাহলে সংগঠন কি রইল!
একইসঙ্গে কুণাল ঘোষকে মন্থরা বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷ তাঁর কথায়, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে৷ এখন তৃণমূলের মুখপাত্র। অভিষেকের কানে কুমন্ত্র দিচ্ছে কুণাল ঘোষ। দলবদল করে তৃণমূলে যাওয়ার পর যখন ফিরতে চেয়েছিলেন তখন কুণাল ঘোষ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন৷ এমনটাও অভিযোগ তোলেন তিনি।