Small Zoo: গ্রামীণ হাওড়াতেই মিলতে পারে বাঘ, জেব্রার দেখা!

garchumuk

নিজস্ব সংবাদদাতা: গ্রামীণ হাওড়াতেই দেখা মিলতে পারে বাঘের। হ্যাঁ, শুনতে অবাক মনে হলেও সব কিছু ঠিকঠাক থাকলে এমনটাই ঘটতে চলেছে। রাজ্য বন দপ্তর ও হাওড়া জেলা পরিষদের উদ্যোগে গ্রামীণ হাওড়ার শ্যামপুরের গড়চুমুক পর্যটনকেন্দ্রে রয়েছে ‘মিনি চিড়িয়াখানা’ (Small Zoo )৷

 garchumuk

   

মিনি চিড়িয়াখানায় রয়েছে হরিণ, সজারু, কুমির সহ বিভিন্ন প্রজাতির পাখি। এই মিনি চিড়িয়াখানাকে এবার ‘স্মল জু’ করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। ইতিমধ্যেই তার কাজও শুরু হয়েছে। জেলা পরিষদ সূত্রে খবর, আগামী মাস চারেকের মধ্যেই ‘স্মল জু’ তৈরি হয়ে যাবে। বাঘ, বনবিড়াল, আরও কুমির, জেব্রা সহ বিভিন্ন প্রাণী আনার পরিকল্পনা রয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গড়চুমুকে বাঘ আনার ক্ষেত্রে ‘জু অথরিটি অব ইন্ডিয়া’কে প্রস্তাব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তা গৃহীত হয়েছে। আর তারপরই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। জোরকদমে চলছে বাঘ সহ বিভিন্ন প্রাণীর খাঁচা ও জীবজন্তুর ঘর। বাঘ, জেব্রা এলে গড়চুমুক পর্যটন কেন্দ্রের জনপ্রিয়তা যে কয়েকগুণ বৃদ্ধি পাবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন