‘Didi’s Suraksha Kawach’: দিদির সুরক্ষা কর্মসূচিতে মন্ত্রীর সামনেই সপাটে চড় ‘দূত’কে

'Didi's Suraksha Kawach

রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ অর্থাৎ দিদির সুরক্ষাকবচ (Didi’s Suraksha Kawach) কর্মসূচি। একের পর এক বিতর্কে জড়াচ্ছেন মন্ত্রী ও নেতারা। চলছে ক্ষুব্ধ জনতার ঘেরাও। এবার বিতর্কের কেন্দ্র উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। সেখানে মন্ত্রীর সামনেই সপাটে চড় মারা হলো। চড় মেরেছে তৃণমূল কংগ্রেস কর্মী বলে অভিযোগ। চড় খেলেন এক যুবক। যিনি মন্ত্রীর কাছে একটি অভিযোগ জানাতে গেছিলেন। এই ঘটনায় তীব্র বিতর্ক। মন্ত্রী রথীন ঘোষ বিপাকে পড়েছেন।

জানা যাচ্ছে ওই যুবক একটি মন্দির সংস্কারের বিষয়ে কিছু অনুরোধ করতে গেছিল। তখনই তাকে ধরে চড় মারে এক ব্যক্তি। সেই ছবি ভাইরাল হয়ে গেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পরে দাবি করেন, যে চড় মেরেছে সে তৃণমূলের কেউ নয়। মন্ত্রী জানান, যে যুবককে চড় মারা হয়েছে তিনি বিজেপির মণ্ডল সভাপতি পদে রয়েছেন। তৃণমূলকে বদনাম করতেই এমন কাণ্ড।

   

জেলায় জেলায় চলছে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি। বীরভূমে পরপর বিক্ষোভের মুখে পড়েন সাংসদ শতাব্দী রায়। এ ছাড়া বিভিন্ন জেলায় প্রকাশ্যে নেতা মন্ত্রীদের সামনে তৃণমূলের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসী। দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্রমে চড়ছে পারদ। এবার এতে জুড়ছে চড়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন