‘ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করুন’,পটাশপুরে মঞ্চ থেকে ক্ষমা চাইলেন শিশির

পটাশপুর: রাজনৈতিক জীবনের দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন তৃণমূলে। একসময় পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি ছিলেন তিনি। কিন্তু শনিবার পটাশপুরে বিজেপির জনসভায় সেই…

Sisir Adhikari apologizes

পটাশপুর: রাজনৈতিক জীবনের দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন তৃণমূলে। একসময় পূর্ব মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সেনাপতি ছিলেন তিনি। কিন্তু শনিবার পটাশপুরে বিজেপির জনসভায় সেই তৃণমূল করার জন্যই সাধারণ মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন প্রবীণ নেতা শিশির অধিকারী। উত্তরীয় গলায় দিয়ে, মঞ্চের মাটি ছুঁয়ে তাঁকে বলতে শোনা গেল, “একটা ভুল পথে চলে গিয়েছিলাম। আপনাদের কাছে গলবস্ত্র হয়ে ক্ষমা চাইছি।”

Advertisements

‘আমি অনেকদিন বাঁচব, পরিবর্তন দেখেই ছাড়ব’

চুরাশি বছর বয়সে এখন খুব একটা রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় না শিশিরবাবুকে। তবে পটাশপুরের সভায় তিনি ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “কেচ্ছা-কেলেঙ্কারি আমি ঘৃণা করি। যেহেতু পার্টিটা একসময় করতাম, তাই সবটা বলছি না। ওনারা চুরিটা খুব ভালো জানেন। আমি আপনাদের ভুল পথে চালিত করেছিলাম, আপনাদের জন্য কিছু করতে পারিনি বলে চোখ থেকে জল পড়ে যায়।” আগামী ২০২৬-এর নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাক দিয়ে তিনি আরও বলেন, “আমি অনেকদিন বাঁচব, ছাব্বিশে পরিবর্তন হড়হড় করে টেনে আনব।”

   

তৃণমূলের পাল্টা তোপ Sisir Adhikari apologizes

শিশির অধিকারীর এই নাটকীয় ক্ষমাপ্রার্থনাকে ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বর্ষীয়ান মানুষ হয়ে এই নাটুকে সংলাপ বন্ধ করাই ভালো। কোন বাধ্যবাধকতায় এখন এসব করছেন, সেটা সবাই বোঝে।”

প্রেক্ষাপট ও বিজেপি-র সমর্থন

২০০০ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন শিশির। তবে মেজোপুত্র শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই ঘাসফুল শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। অবশেষে পুরো পরিবারই গেরুয়া শিবিরে নাম লেখায়। শিশিরবাবুর মন্তব্যকে সমর্থন জানিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “উনি প্রাজ্ঞ নেতা, দেওয়াল লিখন পড়তে পারছেন বলেই ঠিক কথা বলেছেন।”

West Bengal: Sisir Adhikari apology video Patashpur, West Bengal politics 2026, Sisir Adhikari vs Mamata Banerjee, Suvendu Adhikari father BJP news, TMC corruption allegations, Kunal Ghosh on Sisir Adhikari, Purba Medinipur political shift.

 

Advertisements