HomeWest BengalSIR-এ মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

SIR-এ মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

- Advertisement -

SIR প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে যেসব BLO এবং সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের ১৪ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি জানান, মৃত BLO-দের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহত বা হাসপাতালে ভর্তি থাকা BLO-দের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।

আর্থিক সাহায্য

মুখ্যমন্ত্রী বলেন, “SIR-এ বহু মানুষ মারা গিয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন। BLO-দের মধ্যেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই দুটি পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আরও একজনের পরিবার বাকি—তাঁরাও চাইলে পাবেন। অনেকে সম্মানের খাতিরে টাকা নিতে চান না, তা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত।”

   

তিনি আরও জানান, SIR আতঙ্কে যাঁরা আহত হয়েছেন বা আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি—সেসব ব্যক্তিকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। মমতার ভাষায়, “৩৯ জন মারা গিয়েছেন বলে রিপোর্ট পেয়েছি। ১৩ জন হাসপাতালে, যাদের অবস্থা সঙ্কটজনক। আরও তিনজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন—তাঁরাও ভর্তি রয়েছেন। এঁদের সবাইকে ২ লক্ষ ও ১ লক্ষ টাকা করে দিয়ে দাও, যাতে পরিবারগুলো বুঝতে পারে সরকার তাঁদের পাশে আছে।”

রাজ্যের অগ্রগতি SIR Process Compensation

এদিন নবান্নে গত ১৪ বছরে রাজ্যের সামগ্রিক অগ্রগতির চিত্রও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ন থেকে শুরু করে নারীকল্যাণ—সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতির দাবি করেন তিনি। জানান, পশ্চিমবঙ্গ এখন ‘কাজের ক্ষেত্রে ভারতের মডেল’।

মমতা বলেন, “রাজ্যে ২ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। সারা দেশে যখন বেকারত্ব বাড়ছে, আমরা তা ৪০ শতাংশ কমিয়েছি। গত দশ বছরে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে। রাজ্যের কর ও রাজস্ব আয় বেড়েছে ৫.৩৩ গুণ।”

SIR বিতর্কের আবহে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular