Siliguri: শিলিগুড়িতে প্রকাশ্যে তৃ়ণমূল নেতাকে খুনের চেষ্টা

পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তির ছবি অব্যাহত। শিলিগুড়ির ২৪নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে ছুড়ি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ।আহত তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নাম জয়ব্রত মুকুটি। তিনি উত্তর ভারতনগরের বাসিন্দা।

   

জানা গিয়েছে,এদিন রাতে শিলিগুড়ির সেভক রোডে এক যুবকের সঙ্গে কিছু কারণবসত বচসায় জড়িয়ে পড়েন তিনি।অভিযোগ সেই সময় আরও বেশ কয়েকজন এসে তাকে ঘিরে ধরে। এরপর তাদেরই মধ্যে একজন ছুরি দিয়ে তার পেটে আঘাত করে।

এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

অন্যদিকে রাত ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান তথা ২৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতুল চক্রবর্তী। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে কি থেকে এই বচসা তা এখনো স্পষ্ঠ নয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন