Tuesday, October 14, 2025
HomeWest BengalNorth BengalSiliguri: ধর্ষণে অভিযুক্ত হাসি মুখে পুলিশের সঙ্গে গেল

Siliguri: ধর্ষণে অভিযুক্ত হাসি মুখে পুলিশের সঙ্গে গেল

যুবতীকে ধর্ষণ করে পলাতক অভিযুক্তকে দিল্লি থেকে আটক করে শিলিগুড়িতে (Siliguri) নিয়ে আসলো শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। তবে পুলিশের হাতে পাকড়াও হওয়ার পরেও যেন মুখ থেকে হাসি সরছেনা অভিযুক্ত যুবকের।

   
Advertisements

ধৃতের নাম সুজিত সূত্রধর। গত নভেম্বর মাসে এক যুবতি তার প্রেমিক সুজিতের নামে মহিলা থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। অভিযোগ প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে যুবক। এর পরে যুবতী গর্ভবতী হয়ে পড়ে।

Advertisements

এই খবর পাওয়া মাত্রই তদন্তে নামে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। পুলিশে অভিযোগ দায়ের হতেই পালিয়ে যায় অভিযুক্ত। শুরু হয় অভিযুক্তের খোঁজ। এরপর পুলিশের কাছে খবর আসে দিল্লিতে লুকিয়ে রয়েছে অভিযুক্ত। এরপর সুজিত সূত্রধর কে গ্রেফতার করে ট্রানজেট রিমান্ডে পৌঁছেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Latest News