দক্ষিণেশ্বর-বেলুড়মঠে ভক্তদের ঢল! কেন ১ জানুয়ারিতে পালিত হয় কল্পতরু উৎসব?

কলকাতা: ক্যালেন্ডারের পাতায় আজ ২০২৬ সালের প্রথম দিন। নতুন বছরের সূর্য ওঠার আগেই তিলোত্তমার বাতাসে আধ্যাত্মিকতার ছোঁয়া। প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে…

Significance of Kalpataru Day

কলকাতা: ক্যালেন্ডারের পাতায় আজ ২০২৬ সালের প্রথম দিন। নতুন বছরের সূর্য ওঠার আগেই তিলোত্তমার বাতাসে আধ্যাত্মিকতার ছোঁয়া। প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হচ্ছে ‘কল্পতরু উৎসব’। বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই দক্ষিণেশ্বর মন্দির, কাশীপুর উদ্যানবাটী ও বেলুড় মঠে ঢল নেমেছে অগণিত শ্রীরামকৃষ্ণ ভক্তের। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় ঠাকুরের চরণে প্রণাম জানিয়েই নতুন বছর শুরু করছেন আপামর বাঙালি।

Advertisements

ইতিহাসের পাতায় ১ জানুয়ারি: কেন আজও জীবন্ত এই উৎসব?

১৮৮৬ সালের ১ জানুয়ারি ছিল মঙ্গলবার। গলার ক্যান্সারে আক্রান্ত শ্রীরামকৃষ্ণ তখন চিকিৎসাধীন উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটীতে। অসুস্থ শরীরেও সেদিন বিকেলে একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানেই তিনি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করেছিলেন, “তোমার কি মনে হয়, আমি কে?” গিরিশচন্দ্র উত্তর দিয়েছিলেন, “মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।”

   

গিরিশচন্দ্রের এই অটল বিশ্বাসে প্রসন্ন হয়ে ঠাকুর সমাধিস্থ হন এবং ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন সেই কালজয়ী বাণী, “তোমাদের চৈতন্য হোক”। ভক্তদের বিশ্বাস, সেই দিনই শ্রীরামকৃষ্ণ নিজের অবতার রূপ প্রকাশ করে উপস্থিত সকলের জাগতিক ও আধ্যাত্মিক মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। সেই থেকে প্রতি বছরের প্রথম দিনটি ‘কল্পতরু দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

ভোর থেকেই জনসমুদ্র: তিলোত্তমায় উৎসবের মেজাজ Significance of Kalpataru Day

কাশীপুর উদ্যানবাটী থেকে কামারপুকুর, সর্বত্রই আজ সাজ সাজ রব। দক্ষিণেশ্বর কালীবাড়িতে ভোর থেকেই লম্বা লাইন পড়েছে। রামকৃষ্ণ মহাশ্মশান, আদ্যাপীঠ ও বেলুড় মঠেও আয়োজন করা হয়েছে বিশেষ পুজো, প্রার্থনা ও ভজন। ভক্তদের বিশ্বাস, বছরের প্রথম দিনে ঠাকুরের স্পর্শধন্য স্থানে উপস্থিত থাকতে পারলে সারা বছর শান্তির ছায়া বজায় থাকবে।

নিরাপত্তায় কড়াকড়ি: কলকাতা পুলিশের বিশেষ নির্দেশিকা

ভিড় ও যানজট সামাল দিতে শহরজুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে পুলিশ প্রশাসন। জারি করা হয়েছে ট্রাফিক নোটিফিকেশন৷ 

নিষিদ্ধ পণ্যবাহী গাড়ি: আজ রাত ১০টা পর্যন্ত বি.টি রোড এবং কাশীপুর রোডে কোনো উত্তরমুখী লরি বা ট্রাক চলতে দেওয়া হচ্ছে না।

বন্ধ গুরুত্বপূর্ণ রাস্তা: কাশীপুর রোডের খাগেন চ্যাটার্জি রোড থেকে গোপাল চ্যাটার্জি রোড পর্যন্ত অংশ বিকেল ৪টে পর্যন্ত সাধারণ যান চলাচলের জন্য বন্ধ। শুধুমাত্র বিশেষ পাস বা স্টিকারযুক্ত গাড়িই সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছে।

সতর্কতা শহরের ক্রসিংয়ে: রবীন্দ্র সরণি, এম জি রোড, স্ট্র্যান্ড রোড ও সিআর অ্যাভিনিউ সহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

West Bengal: Celebrate Kalpataru Utsav 2026: Thousands flock to Dakshineswar and Cossipore Udyanbati. Discover the spiritual history of Sri Ramakrishna’s blessings and check Kolkata Police’s latest traffic guidelines for a smooth pilgrimage on January 1.

Advertisements