Purba Medinipur: মমতা ব্যানার্জির ঝাড় যা, তার থেকে একই বাঁশ বেরোবে: শুভেন্দু

দেশদ্রোহী তোলা মূল পার্টির ছাপ্পা মেরে জেতা কাউন্সিলররা যে অপমান করেছে আজকে এক হাজার মানুষ জাতীয় সংগীত গেয়ে শুদ্ধ করলাম। বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী…

Shuvendu Adhikari made controversial remarks about Chief Minister Mamata Banerjee

দেশদ্রোহী তোলা মূল পার্টির ছাপ্পা মেরে জেতা কাউন্সিলররা যে অপমান করেছে আজকে এক হাজার মানুষ জাতীয় সংগীত গেয়ে শুদ্ধ করলাম। বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)।

তিনি বলেন, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথি দেশপ্রানের জায়গা,বলাই লাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস, রাসবিহারী পালেদের জায়গা, ঠিক এইখানেই পদ্মাবতীর নামের রাস্তা যিনি ব্রিটিশ রুখে দিয়েছেন। রবিবার বিকেলে কাঁথির বন্দেমাতরম স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে জাতীয় সংগীত গেয়ে টিএমসিকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

গত ২৯ শে মার্চ কাঁথি শহরে তৃণমূলের একটি রাজনৈতিক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছিল, ঐদিন পথসভায় ভরা মঞ্চে মৎস্যমন্ত্রী অখিল গিরির উপস্থিতিতে এবং কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির উপস্থিতিতে ভুল জাতীয় সংগীত পরিবেশন করেন কাঁথি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিনা দাস, আর সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সর্বত্রই উঠতে শুরু করে।

বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা বলেন, শাসকদলের বিরুদ্ধে একাধিক নিশানা করেন তিনি। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তিনি বলেন যারা ৫০০ টাকার ভাতা এবং বাংলার মেয়েকে চেয়ে ছিলেন তারাই বুঝুক।

তিনি বলেন, বাঁশের ঝাড়ে যেমন বাঁশ হয় ঠিক তেমন যেমন কাটা বাঁশের ঝাড়ে কাটা বাঁশ হয় সরল বাঁশঝাড়ে যেমন বাঁশ হয়, ঠিক তেমনই মমতা ব্যানার্জির ঝাড় যা তার থেকে একই বাঁশ বেরোবে।

বীরভূমের রামপুরহাটের ঘটনায় বুদ্ধিজীবীরা মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন অনেক পরে ঘুম ভেঙেছে ওগুলো বুদ্ধিজীবী নয় ভাতাজীবি।