সন্দেশখালি যাওয়ার বিরাট কাণ্ড, সুকান্ত মজুমদারকে দেখে জয় বাংলা, গো ব্যাক স্লোগান

সন্দেশখালিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যদিও বাসন্তী হাইওয়ের কাছে সুকান্ত মজুমদারকে বাধার মুখোমুখি…

সন্দেশখালিতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যদিও বাসন্তী হাইওয়ের কাছে সুকান্ত মজুমদারকে বাধার মুখোমুখি হতে হল। অভিযোগের তির তৃণমূলের দিকে।

আজ বামনঘাটায় সুকান্ত মজুমদারকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান দেখানো হয়। তোলা হয় জয় বাংলা স্লোগানও। আজ বৃহস্পতিবার সন্দেশখালিতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সন্দেশখালির পরিস্থিতি মোটেই ভালো না বলে জানালেন সুকান্ত মজুমদার। তিনি আরও জানিয়েছেন, ‘বহু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী, সমর্থকেরা ঘর ছাড়া। অনেকের ছাগল তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি, ঘর, আলমারি ভেঙে দেওয়া হয়েছে। সুন্দর মুখগুলো কালো হয়ে যাবে তাঁদের যারা বড় বড় কথা বলছেন।’ আজ দিল্লিতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। সেইসঙ্গে বাংলার পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। 

   

যদিও বঙ্গে বিজেপির খারাপ ফল নিয়ে মন্তব্য করতে নারাজ বালুরঘাটের বিজেপি প্রার্থী। তিনি জানান, ‘দিলীপদার সিট বদল হয়েছে তাই হয়তো পরাজয়। রাজ্য সভাপতি হিসেবে আমি সব দায় নেবো। দিলীপ ঘোষের আসন বদল নিতে কিছু বলবো না। মিথ্যে কথা বলেই মমতার সাকসেস হয়েছে। সন্দেশখালি বাংলার মহিলাদের নাড়া দিয়েছে। চিন্তা নেই, হাওয়া ঘুরবে, ২০২৬ সালে বঙ্গে বিজেপির সরকার গঠন হবে।’

সুকান্তের দাবি,’এবার ভোটে লড়াই অনেক কঠিন ছিল। আমাকে হারানোর অনেক চেষ্টা হয়েছে। রেজাল্ট বেরনোর আগে অবধি হারানোর ব্যাপক চেষ্টা হয়েছে। বালুরঘাটে জয় নিয়ে আশাবাদী ছিলাম।