গুলি চলল খড়দহে (Khardah Shootout)। সোমবার ঘটনাটি ঘটেছে খড়দহের ১৫ নম্বর ওয়ার্ডে। ক্রিকেট খেলা ঘিরে সংঘর্ষে গুলি চলেছে বলে অভিযোগ। সংঘর্ষে জখম যুবক।
Advertisements
অভিযোগ, বিকাশ রাজভর নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি না লাগায় ওই ব্যক্তিকে মারধর করা হয়ে। তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খড়দহ ২৬ মন্দির এলাকায় ক্রিকেট খেলা ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগানও উদ্ধার হয়েছে।
Advertisements
রবিবার মুর্শিদাবাদের সদর বহরমপুরে গুলি করে খুন করা হয় তৃ়নমূল সমর্থককে। এবার উত্তর ২৪ পরগনার খড়দহে প্রকাশ্যে গুলি করা হলো। এর আগে জেলার কামারহাটিতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয় টিএমসি সমর্থক। আর জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের সর্বত্র বারবার গুলি করে খুনের ঘটনা ঘটছে।