Shootout at Shaktigarh: শক্তিগড়ে চলল গুলি, খুন ‘কয়লা মাফিয়া’ রাজু ঝা

ভয়াবহ ঘটনা পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায়। প্রকাশ্যে গুলি করে খুন করা হল ‘কয়লা মাফিয়া’ রাজু ঝাকে। নিহত রাজু পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। (Shootout at Shaktigarh)

Advertisements

শক্তিগড় জুড়ে আতংক। বিখ্যাত ল্যাংচার দোকানের সামনেই গুলি করে খুন করা হয় রাজু ঝাকে। হামলাকারীরা পলাতক। পূর্ব বর্ধমান জেলা পুলিশ তদন্তে নেমেছে।

পশ্চিম বর্ধমানের শিল্প শহর দুর্গাপুরের বাসিন্দা রাজু ঝা। তাকে খুন করার কারণ, কয়লা ব্যবসার রেষারেষি বলে মনে করা হচ্ছে।

তদন্তে উঠে আসছে মাসখানেক আগে দুর্গাপুরেই রাজু ঝাকে লক্ষ্য করে গুলি চলেছিল। তাকে খুনের ঘটনায় দুর্গাপুরে ছড়িয়েছে চাঞ্চল্য। দুর্গাপুরে তার একটি হোটেল রয়েছে।

Advertisements

রাজু ঝার বিরুদ্ধে অবৈধ কয়লা তুলে বিক্রি করার অভিযোগ ছিল। পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি থানায় তার নামে অভিযোগ ছিল। 

শনিবার রাজু ঝাকে শক্তিগড়ে পরপর গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত রাজুর সঙ্গী গুরুতর জখম।