Purba Bardhaman: পরপর গুলি চলল বর্ধমানে, সোনার দোকানে ডাকাতি

গতবছর বর্ধমান শহরে দিনেদুপুরে হয়েছিল ব্যাংক লুঠ। সেই তদন্ত চলছে। এরপর শক্তিগড়ে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা ও কয়লা মাফিয়া রাজু ঝা’কে।…

short-samachar

গতবছর বর্ধমান শহরে দিনেদুপুরে হয়েছিল ব্যাংক লুঠ। সেই তদন্ত চলছে। এরপর শক্তিগড়ে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বিজেপি নেতা ও কয়লা মাফিয়া রাজু ঝা’কে। এবার শক্তিগড়ের কাছে গাংপুরে গুলি চালিয়ে লুঠ করা হলো সোনার দোকান। একের পর এক এমন ঘটনায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের কর্মতৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতিরও।

   

শুক্রবার গাংপুরের জোতরাম এলাকায় জাতীয় সড়কের কাছে সোনার দোকান লু়ঠ করার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে দুই দুষ্কৃতি দোকানে ঢুকে সোনা লুঠের চেষ্টা করে। মালিক বাধা দেওয়ায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

এদিন সকালে দোকান খুলতেই দুই দুষ্কৃতী ওই সোনার দোকানে ঢুকে হামলা করে। দোকানের মালিক সুদীপ দাস ও তাঁর এক কর্মচারী ছিলেন। ডাকাতরা আগ্নেয়াস্ত্র দেখিয় লুঠ করতে যেতেই বাধা দেন তারা। তখনই গুলি চালায় ডাকাতরা। গুলি লাগে মালিকের পেটে। গুলির শব্দে কয়েকজন এলে তাদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতিরা। তারা পলাতক। চলছে তল্লাশি।