দুবরাজপুরে জয়ী অনুব্রত এর বিরুদ্ধে কেস দেওয়া শিব ঠাকুর মণ্ডলের তৃণমূল প্রার্থী স্ত্রী

পঞ্চায়েত ভোটের আগে থেকে সরগরম ছিল বীরভূম। আজ গণনা পর্বে এই জেলার দুবরাজপুরে জয়ী হয়েছে অনুব্রত মণ্ডলের নামে কেস দেওয়া শিব ঠাকুর মণ্ডলের তৃণমূল প্রার্থী…

পঞ্চায়েত ভোটের আগে থেকে সরগরম ছিল বীরভূম। আজ গণনা পর্বে এই জেলার দুবরাজপুরে জয়ী হয়েছে অনুব্রত মণ্ডলের নামে কেস দেওয়া শিব ঠাকুর মণ্ডলের তৃণমূল প্রার্থী স্ত্রী। এই নিয়ে প্রবল উত্তেজনা গোটা জেলা জুড়ে।

এবার অনুব্রত বীরভূমে না থাকলেও কাজল শেখের তত্ত্বাবধানে থমথমে ছিল গোটা জেলা। পঞ্চায়েত ভোটের আগে থেকেই চারিদিকে সন্ত্রাস ছিল অব্যাহত। আজ সেই পঞ্চায়েত ভোটের গণনা পর্ব। এই পঞ্চায়েত ভোটে দুবরাজপুরে জয়ী হয়েছেন অনুব্রত মণ্ডলের নামে কেস দেওয়া শিব ঠাকুর মণ্ডলের তৃণমূল প্রার্থী স্ত্রী।

গরুপাচার কাণ্ডে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে দুবরাজপুরের তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের করা একটি মামলায় রাতারাতি পাল্টে গিয়েছিল সব সমীকরণ।

বীরভূমের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর পুলিশের কাছে অভিযোগ জানান, ২০২১ সালে অনুব্রত তাঁকে গলা টিপে খুন করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই মামলায় ৭ দিন অনুব্রতকে পুলিস হেফাজতে নির্দেশ দিয়েছিল বিচারক। যার জেরে আনুব্রতের দিল্লি যাওয়া বেশ কয়েকদিন পিছিয়েছিল।

তবে অনেক রাজনৈতিক নেতাদের মতে অনুব্রতর দিল্লি যাওয়া আটকানোর তাগিদে শিব ঠাকুরকে টাকা খাইয়ে কেস করিয়েছে তৃণমূল দলের লোকজন। তবে এবার পঞ্চায়েত ভোটে দুবরাজপুরে জয়ী হয়েছে সেই শিব ঠাকুর মণ্ডলের তৃণমূল প্রার্থী স্ত্রী। এই নিয়ে শোরগোল পড়েছে গোটা রাজনৈতিক মহলে।