
সন্দেশখালির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ শাহজাহান নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে অন্তর্বর্তী সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনায় চালক ও সাক্ষীর ছেলে নিহত হওয়ায় ফের তাঁর নাম জড়িয়েছে। অভিযোগ উঠেছে, জেলে বসেই শাহজাহান হত্যার পরিকল্পনা করেছিলেন। এই ঘটনায় বিতর্কের পারদ নতুন করে চড়েছে।
এদিকে জমি দখল ও কৃষিজমিতে নোনা জল ঢেলে ক্ষতি করার অভিযোগের সারবত্তা পাওয়া গেছে। সিবিআই হাইকোর্টের নির্দেশে এলাকার গ্রাম ও বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধান চালিয়ে অন্তত ৩ হাজার অভিযোগের যথাযথ তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। এই অনুসন্ধান রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে।
অনুসন্ধান রিপোর্টের মূল বিষয়বস্তু
শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকার মধ্যে তাঁর বাহিনী জোরপূর্বক জমি দখলের কাজে লিপ্ত ছিল। চাষের জমিতে নোনা জল ঢেলে ফেলা, জোরপূর্বক জমি দখল, স্থানীয়দের ওপর হুমকি—এসব অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোট জমা পড়া অভিযোগের প্রায় ৩০০০টির প্রমাণ স্পষ্ট।
রাজনৈতিক ও আইনি প্রভাব Sheikh Shahjahan Sandeshkhali CBI Report
যদি এই জমি দখলের অনুসন্ধান রিপোর্ট আদালতে প্রমাণিত হয়, তাহলে শাহজাহানের বিপদ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে তাঁর জামিনের সম্ভাবনাও প্রশ্নবিদ্ধ। উল্লেখ্য, ২০২৪ সালে রেশন দুর্নীতির তদন্তে ইডি শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তৎকালীন বাধার মধ্য দিয়ে বিষয়টি জাতীয় রাজনীতিতেও সরগরম হয়েছিল।
এবারের অনুসন্ধান রিপোর্ট ও সাক্ষীর অকাল মৃত্যু নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে। সন্দেশখালির জনপদে স্থানীয় ও রাজ্য রাজনীতির সব ধারা এই ঘটনায় সরাসরি প্রভাবিত হতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।










