Sheikh Shahjahan: প্রিজন ভ্যানে বসে কাঁদলেন ‘ত্রাস’ শেখ শাহজাহান

এবার এক অন্য শেখ শাহজাহান (Sheikh Shahjahan)-কে দেখে অবাক হলেন বাংলার মানুষ। আদালতে পেশ করার আগে প্রিজন ভ্যানে বসেছিল বহিষ্কৃত তৃণমূল নেতা। সন্দেশখালি মামলায় (Sandeshkhali case) বেশ কয়েকদিন ধরে ইডির হেফাজতে রয়েছে সন্দেশখালির মানুষের কাছে ‘ত্রাস’ এই শাহজাহান। তবে আচমকাই আজ বুধবার সে কান্নায় ভেঙে পড়ল। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে।

ইডির হেফাজত শেষে অভিযুক্ত তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালত তার ১৪ দিনের হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। এদিকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রিজন ভ্যানে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

   

পুলিশ ভ্যানের জানালা দিয়ে স্ত্রীর আঙুল ছুঁয়ে কেঁদে ফেলেন তিনি। শাহজাহানকে মুখ ঘুরিয়ে আঙুল দিয়ে চোখের জল মুছতে দেখা যায়। এদিকে বিজেপি নেতা তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য শাহজাহান শেখকে কটাক্ষ করেছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সোয়াগ অদৃশ্য হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার বয় – যৌন নিপীড়ক শেখ শাহজাহান শিশুর মতো কাঁদছেন। আইন যখন কব্জায় চলে আসবে, তখন কেউ বাঁচাতে আসবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও নন। এমনকি তার মন্ত্রীদেরও বাঁচাতে পারেননি। সময়ের চাকা ঘুরছে। “

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন