“স্বচ্ছদের পাশে থাকার ওনার যোগ্যতা নেই”! মমতাকে কটাক্ষ সুজনের

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্যকে বারংবার ভর্ৎসনার পরও দাগীদের জন্য “বিকল্প ব্যবস্থা” আশ্বাস দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে দীর্ঘ…

"স্বচ্ছদের পাশে থাকার ওনার যোগ্যতা নেই"! মমতাকে কটাক্ষ সুজনের

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্যকে বারংবার ভর্ৎসনার পরও দাগীদের জন্য “বিকল্প ব্যবস্থা” আশ্বাস দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে দীর্ঘ বিলম্বের পর অবশেষে ১৮০৬ জনের ‘দাগি তালিকা প্রকাশ করলেও টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়া ‘দাপুটেদের’ নাম এখনও সামনে আসেনি।

এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে আসছে সিপিআইএম। মুখ্যমন্ত্রীকে “অপরাধীদের হেড দিনিমণি” বলে চলতি সপ্তাহেই কটাক্ষ করেছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যোগ্যতা’ নিয়ে তোপ দাগলেন বর্ষীয়ান সিপিএইএম নেতা। কটাক্ষ করে সুজন বলেন, “মুখ্যমন্ত্রী তো দাগিদের পাশে থাকবেন, কারণ স্বচ্ছদের পাশে থাকার যোগ্যতা ওনার নেই”।

   

রাজ্যে নির্বাচনের আগে তৃণমূল-পোষিত বৃহত্তর দুর্নীতি চক্রকে চিহ্নিত করার ডাক দিয়ে সরব হয়েছে রাজ্যের বাম নেতৃত্ব। এসএসসি দুর্নীতিতে দাগিদের পূর্ণ তালিকা প্রকাশ হলে প্রায় ৭০০০ জনের নাম উঠে আসবে বলে আগেই দাবি করেছেন আইনজীবী তথা বর্ষীয়ান সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Advertisements

আর এই তালিকা প্রকাশিত হলে তৃণমূলের দুর্নীতির শিখরে বসে থাকা মাথাদের নাম বেরিয়ে আসবে বলে তোপ দেগেছে লাল-শিবির। তাই মুখ্যমন্ত্রী দাগিদের একটা ‘হিল্লে না করে দিলে দাদালদের পিঠের চামড়া আস্ত থাকবে না বলে কটাক্ষ করেছিলেন সুজন চক্রবর্তী। 

জেলায় জেলায় স্থানীয় স্তরে দাগিদের নাম প্রকাশের অঙ্গীকার জানিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বামেরা। তাদের বক্তব্য, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে যারা টাকা চেয়েছিল, কেউ যদি তাদের নাম বলে দেন তাহকে সিপিআইএম সেই অভিযোগকারীকে সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াই চালাবে।