Dilip Ghosh: যার তার মেয়ে মমতা! ‘তুচ্ছ লোক’, দিলীপকে পাল্টা আক্রমণ শশী পাঁজার

 ‘আগে বাপ ঠিক করুন’। লোকসভা ভোটের আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই লাগামহীন ভাষায় আক্রমণ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার…

Dilip Ghosh: যার তার মেয়ে মমতা! 'তুচ্ছ লোক', দিলীপকে পাল্টা আক্রমণ শশী পাঁজার

 ‘আগে বাপ ঠিক করুন’। লোকসভা ভোটের আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই লাগামহীন ভাষায় আক্রমণ করেছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার দিলীপ ঘসের পাল্টা দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা (Shashi Panja) ।

 

  শশী পাঁজা বলেন, “আমরা সকলেই ভারতের মেয়ে। আমরা যেখানেই যাব, ভারতের কন্যা হব। আমরা যে রাজ্যেই যাই না কেন, আমরা তার কন্যা হয়ে থাকব। দিলীপ ঘোষ এত তুচ্ছ মানুষ; তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি মনে করেন যে তিনি জিতবেন এবং জনপ্রতিনিধি হবেন। এমন লোক কি জনপ্রতিনিধি হবে? বিজেপির ডিএনএ এবং তার চরিত্র এতটাই খারাপ যে তারা মহিলা এবং মমতা দিদিকে আক্রমণ করছে। তারা ক্ষমতাবান হয়ে উঠলে নারীকে দমন ও দুর্বল করতে চায়। রাজনীতিবিদদের মানসিকতা যদি এমন হয়, তাহলে কর্মীদের মানসিকতা কী হবে। মাঠ পর্যায়ে এর কী প্রভাব পড়বে? নারীদের অপমান করলে তাদের ওপর অত্যাচার বাড়বে। এই ধরনের মানুষদের পরাজিত করা উচিত… নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে… তারা ক্ষমতার জন্য এতটাই লোভী যে তারা যে কোনও স্তরে নেমে যেতে পারে। এটা তাদের হতাশা যা কর্মে রয়েছে।”

 

Advertisements

আজ মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন,”দিদি গোয়ায় গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে, আগে তো ঠিক করুন, যার তার মেয়ে হওয়া ঠিক নয়।” পাশাপাশি, আরও কটাক্ষ করেন, “দিদির পা টলছে। বাড়ির লোক-ই ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদকেও তীব্র কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ।