Shaoli Mitra: চলে গেলেন শাঁওলি মিত্র

বাংলা নাট্যজগতে ইন্দ্রপতন। অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

Shaoli Mitra

বাংলা নাট্যজগতে ইন্দ্রপতন। অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ইচ্ছা অনুযায়ী, ফুলের ভারে দেহ ভারী না করে সন্ধেতেই শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সেখানে পরিবারেও দু-একজন হাজির ছিলেন বলে জানা গিয়েছে।

   

শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র বাংলা থিয়েটার ও সিনেমায় অভিনয় করেছেন। তিনি পঞ্চম বৈদিক নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ‘বঙ্গবালা’ চরিত্রে ।

Read More : সৎকারের আগে মৃত্যুর খবর জানাতে চাননি শম্ভু মিত্র

শাঁওলি মিত্র অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন বতাতা বিতাংশা, নাথাবাতি আনাথাবাত, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা নাটকে। এছাড়াও, হযবরল, কথা অমৃতসমান, লঙ্কাদহন, চণ্ডালী, পাগলা ঘোড়া, পাখি, গ্যালিলিও’র জীবন, ডাকঘর, যদি আর এক বার নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেন।

তিনি রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উদ্‌যাপন সমিতির চেয়ারপার্সন ছিলেন ২০১১ সালে । বাংলা থিয়েটারে অভিনয়ের জন্য ২০০৩ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার পান।

অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য ২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কারও পান। সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে বা সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছিলেন শাঁওলি মিত্র। সেসময় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর।