‘শহিদ দিবস’! রসে চোবানো ল্যাংচায় তৃণমূল সমর্থকরা আত্মহারা

কলকাতা: ছোট ছোট প্লেটে দু পিস করে ল্যাংচা। রসে টুলটুল করছে। রসে চোবানো ল্যাংচা খেয়ে উল্লসিত তৃণমূল কংগ্রেস সমর্থকরা একুশে জুলাই শহিদ দিবস পালন করছেন।…

Shaktigarh Langcha TMC Shahid Diwas

কলকাতা: ছোট ছোট প্লেটে দু পিস করে ল্যাংচা। রসে টুলটুল করছে। রসে চোবানো ল্যাংচা খেয়ে উল্লসিত তৃণমূল কংগ্রেস সমর্থকরা একুশে জুলাই শহিদ দিবস পালন করছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে এরা চলে গেলেন শক্তিগড় থেকে কলকাতা। পিছনে থেকে গেল ল্যাংচা মেলা (Shaktigarh Langcha TMC Shahid Diwas)।

শহিদ দিবসে ল্যাংচা মেলা সম্পর্কে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক জানিয়েছেন প্রতি বছর এই সময় কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা খেতে অনেক গাড়ি থামে। এবার ল্যাংচা মেলায় গাড়ি পার্কিং ব্যবস্থা আছে।জাতীয় সড়কের ধারে ২৪ বিঘা ফাঁকা জায়গা রয়েছে সেখানেই মেলা বসানো হয়েছে। তিনি জানান, মেলায় বাথরুম থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি ব্যবসায়ীরা।

   

যদিও শহিদ দিবসে এমন মেলা বেমানান এমন প্রশ্ন তৃণমূল বিধায়ক ও জেলা নেতৃত্ব খুব একটা ধর্তব্যের মধ্যে রাখছেন না। অনেকেই জানিয়েছেন, এর আগে তো শহিদ দিবস পালন মঞ্চে দেব পাগলু ড্যান্স করেছিল। অভিনেতা দেব তৃণমূল সাংসদ।

Advertisements

রাজ্যে গত বাম জমানায় ১৯৯৩ সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চলেছিল। নিহতদের স্মরণে প্রতিবছর দিনটি পালন করেন মমতা।পূর্বতন বাম সরকারের মূল শরিক দল সিপিআইএমের অভিযোগ, সেদিন নাশকতা ও হামলা রুখতে কড়া ভূমিকা নিয়েছিল রাজ্য সরকার। তবে একুশে জুলাই বিতর্কে কোনও বাম নেতা বা তৎকালীন মন্ত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা।

দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে গাড়ি বাস ভর্তি করে তৃণমূল সমর্থকরা কলকাতায় শহিদ দিবস পালন করতে যাচ্ছেন। তাদের অনেকে দিনটি সম্পর্কে অবহিত নন। রসালো ল্যাংচা কামড়ে একজন বললেন – যেতে বলেছে যাচ্ছি!