কলকাতা: নতুন বছরে পা রেখেই দুরন্ত ফর্মে ব্যাটিং শুরু করেছে শীত৷ কনকনে হাওয়ায় জবুথবু বঙ্গবাসী৷ হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচতে আলমারি থেকে বেরিয়ে পড়েছে মোটা সোয়েটার-জ্যাকেট৷ শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নেমে গিয়েছে ৯ ডিগ্রির নীচে৷ সকাল থেকে বইছে হিমেল হাওয়া৷ কনকনে শীতে গরম চা-কফিতে ঝপাঝপ পড়ছে চুমুক৷ কিন্তু এই আনন্দ আর ক’দিন? বোধ হয় লেপ মুড়ি দিয়ে থাকার দিন এবার ফুরাতে চলেছে! তেমনটাই ইঙ্গিত দিল আলিপুর হাওয়া অফিস৷ (Severe Cold in Kolkata)
পারদ চড়বে কবে থেকে? Severe Cold in Kolkata
রবিবার থেকেই ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস৷ চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গেও চড়বে পারদ৷ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। ফলে হাড় কাঁপানো শীতের আমেজ আর উপভোগ করা যাবে না৷ আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, পরবর্তী দু’দিনের মধ্যেই তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে৷ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি কম।
পশ্চিমী ঝঞ্ঝায় হোঁচট Severe Cold in Kolkata
পশ্চিমী ঝঞ্ঝার প্রাচীরে ধাক্কা খেয়েছে পশ্চিমের শীতল হাওয়া। তবে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়া ঢুকছে৷ তার দাপটেই শনিবার পর্যন্ত তাপমাত্রা কনকনে থাকবে। রবিবার থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়বে৷ এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত৷
এদিকে, সোমবার রাত থেকেই বৃষ্টি নামবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে৷
উত্তর ভারতে হাড় কাঁপানো শীত Severe Cold in Kolkata
রবিবার থেকে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দিল্লি ও উত্তরপ্রদেশে। সেই সঙ্গে চলবে শৈত্য প্রবাহ৷
West Bengal: Kolkata welcomes 2025 with a severe cold snap. The temperature dropped to 14°C on Saturday, while western districts experienced temperatures below 9°C. Alipore Weather Office predicts a rise in temperature from Sunday. Stay warm!