অনুব্রতহীন বীরভূমে বিজেপিতে যোগ একাধিক তৃণমূল কর্মীর

গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। বীরভূমের বাড়ি ছেড়ে তিহাড় জেলই এখন ঠিকানা কেষ্টর। তবে, অনুব্রতহীন বীরভূমে ক্রমশ চড়ছে পঞ্চায়েত ভোটের উত্তাপ। নির্বাচনী সময় প্রায় ভেঙে পড়ল তৃণমূল।দলবদল করলেন শতাধিক তৃণমূল কর্মী।তারা বিজেপিতে যোগ দিলেন।

প্রসঙ্গত, সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায়, কড়িধ্যার প্রাক্তন উপপ্রধান উজ্জ্বল সিংহ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য চট্টরাজ, পঞ্চায়েত সদস্য জীবন সরকার, যুবনেতা শুভম সিং-সহ অন্যান্যরা।

   

দলের জেলাদপ্তরে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি ধ্রুব সাহা। দলবদলকারীদের দাবি, তৃণমূলে থেকে ঠিকমতো কাজ করতে পারছিলেন না তারা। তাই বাধ্য হয়েই দলবদলের সিদ্ধান্ত।

তৃণমূলের পক্ষ থেকে সদ্য দলবদলকারীদের দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, ওই দলবদলকারীরা নানা দুর্নীতির সঙ্গে জড়িত। বহু আগেই তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই দুর্নীতিগ্রস্তদের পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের দলে নিয়ে কার্যত দুর্নীতিতেই শক্তির যোগান দিল বিজেপি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন