TMC: অভিষেকের সভার আগেই তৃণমূলে পদত্যাগের হিড়িক

১০ই মার্চ তিলোত্তমা দেখেছে ঘাসফুলের (TMC) মেগা ইভেন্ট। ঘোষণা হয়েছে ৪২ জন প্রার্থীর নাম। শহর দেখেছে রাজনীতিদের র‍্যাম্প ওয়াক। সেই তালিকার পরতে পরতে ছিল চমক।…

short-samachar

১০ই মার্চ তিলোত্তমা দেখেছে ঘাসফুলের (TMC) মেগা ইভেন্ট। ঘোষণা হয়েছে ৪২ জন প্রার্থীর নাম। শহর দেখেছে রাজনীতিদের র‍্যাম্প ওয়াক। সেই তালিকার পরতে পরতে ছিল চমক। ঘোষণা হয়েছে একাধিক নতুন নাম। ২৬ জন নতুন মুখ দেখছে বাংলা। আবার অন্যদিকে ১১ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়েছে।

   

তবে প্রার্থী ঘোষণা হতেই বহু জায়গায় গোষ্ঠীকন্দল নজরে এসেছে। সেই তালিকায় বাদ রইল না উত্তরবঙ্গ। প্রসঙ্গত ঘাস্ফুলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী ১৪ই মার্চ সভা রয়েছে জলপাইগুড়িতে। তাঁর আগেই দল ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত এই জলপাইগুড়িতে প্রার্থী হচ্ছেন নির্মল চন্দ্র রায়।

১৪ মার্চ ময়নাগুড়ির টাউন ক্লাব ময়দানে নির্বাচনী সভা করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধায়। ঠিক তার আগে তৃণমূল নেতাদের পদত্যাগের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সম্পাদক সমীরণ চৌধুরী,ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী, ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূলের সম্পাদক অপু রাউত,জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সহ সভাপতি শ্যামল দত্ত এবং ময়নাগুরি টাউন ব্লকের তৃণমূলের সম্পাদক সুনীল সরকার দল থেকে পদত্যাগ করেছেন। তবে কী কারণে এই পদত্যাগ তা এখনও স্পষ্ট নয়।