দু-দিনের মধ্যেই থমকে গেল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রবিবার ইস্ট-কোস্ট রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে,সোমবার, ২২ মে চলবে না হাওড়া-পুরী বন্দে ভারত। আপ ও ডাউন দুটি ট্রেনই বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, এদিনের ঝড়ে কটক-ভদ্রক স্টেশনের মাঝে বন্দে ভারত এক্সপ্রেসে প্যান্টোগ্রাফ ছিঁড়ে পড়া এবং ট্রেনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেই সোমবার এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
এদিন দীর্ঘ ৫ ঘণ্টা পর অবশেষে মঙ্গুলি স্টেশন থেকে রওনা দিল বন্দে ভারত এক্সপ্রেস। ডিজেল ইঞ্জিন ব্যবহার করেই এই সেমি-হাইস্পিড যুক্ত ট্রেনের যাত্রা পুনরায় শুরু করানো হল।
ক্ষতিগ্রস্ত মেরামতির জন্যই সোমবার আপ ও ডাউন- দু-দিকেই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বন্দে ভারতের ক্ষতিগ্রস্ত রেকটি মেরামতির জন্য সেটি ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে তবেই মঙ্গলবার নির্দিষ্ট সময় অনুসারে আপ ও ডাউনে চলবে হাওড়া-পুরী বন্দে ভারত।
তবে যাঁরা সোমবারের এই ট্রেনের টিকিট কেটেছেন, তাঁরা টিকিট-মূল্য ফেরৎ পাবেন নাকি অন্যদিনের ট্রেনে বদল করা হবে, সে ব্যাপারে এখনও রেল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
জানা যাচ্ছে, এদিন বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচের কাপলিং খুলে গেছে। সেটি কিভাবে খুলল, তা তদন্তের নির্দেশ দিয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে।