Bhangar: ফের বোমাবাজি মৃত্যুর আশঙ্কায় ভাঙড়ে জারি ১৪৪ ধারা

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকে ফের জারি হল ১৪৪ জারি। আজ সকাল ৬টা থেকে ১৩ অগাস্ট রাত ১২টা পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহকুমা প্রশা

Bhangar

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ভাঙড় (Bhangar) ২ নম্বর ব্লকে ফের জারি হল ১৪৪ জারি। আজ সকাল ৬টা থেকে ১৩ অগাস্ট রাত ১২টা পর্যন্ত কাশীপুর থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহকুমা প্রশাসন।

বুধবার গ্রাম পঞ্চায়েত ও ১২ অগাস্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। তার আগে ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর, পোলেরহাট ১ এবং ২, ভোগালি ১ ও ২, চালতাবেড়িয়া ও ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

Advertisements

পঞ্চায়েত ভোটে শাসক-বিরোধী সংঘর্ষে এই এলাকাগুলি রণক্ষেত্রে পরিণত হয়। খুন, গুলি-বোমাবাজি, পুলিশের গাড়িতে আগুন থেকে ভোট লুঠ, ব্যালট ছিনতাই-এর মতো একাধিক ঘটনা ঘটে। এই প্রেক্ষিতেই এবার পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন।