Summer Vacation End: ছুটি শেষ! গ্রীষ্মাবকাশের পর বাংলায় কবে থেকে খুলছে স্কুল?

গরমের ছুটির পর রাজ্যের স্কুল খোলা নিয়ে বড় আপডেট দিল স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, পরিস্থিতির বদল না হলে আগামী ৩ জুন থেকেই বাংলার স্কুলগুলো…

Government and government-aided schools are reopening from June 10 after summer vacation, ১০ জুন গরমের ছুটির পর স্কুল খুলছে।

গরমের ছুটির পর রাজ্যের স্কুল খোলা নিয়ে বড় আপডেট দিল স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, পরিস্থিতির বদল না হলে আগামী ৩ জুন থেকেই বাংলার স্কুলগুলো খুলে যাবে। স্কুল শিক্ষা দফতরের তরফে আগে জারি করা নির্দেশিকা মোতাবেক ২রা জুনই রাজ্যের সব স্কুল খোলার কথা ছিল। এবার তা একদিন পিছতে চলেছে।

ভোটের কাজে বর্তমানে দক্ষিণবঙ্গের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। ১লা জুন সাতদফা লোকসভা ভোট শেষ হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলের কী অবস্থা? বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকের থেকে তা জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।

   

Abijit Ganguly: বড় ফাঁপড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের

স্কুল শিক্ষা দফতরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর ৬ মে থেকে রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল। যা শেষ হওয়ার নির্ধারিত দিন ছিল ২ জুন। তবে তীব্র তাপপ্রবাহের জেরে এপ্রিলের শেষ থেকেই সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি চালু হয়ে যায়। ২২ এপ্রিল থেকেই সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি কার্যকর হয়। গরমের জেরে পড়ুয়ারা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই সরকার তড়িঘড়ি এই পদক্ষেপ করে। স্কুল শিক্ষা দফতর তখন স্থির করে যে, আগের নির্ধারিত দিন অনুসারে ২রা জুন পর্যন্তই গরমের ছুটি জারি থাকবে।

তবে, বেশিদিন স্কুল বন্ধ থাকার ফলে সিলেবাস নির্ধারিত দিনের মধ্যে শেষ করা যাবে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে গরমের ছুটির পর স্কুলেই বাড়তি ক্লাস করানোর পরিকল্পনা করা হয়েছে।

Karthik Maharaj: আতঙ্কে থরহরিকম্প কার্তিক মহারাজের! আশ্রমিকদের জন্য জানালেন বড় আর্জি