
সবই সচল, বন্ধ শুধু স্কুল (Covid 19) । অনেকের চোখে লেগেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত। শিক্ষা দফতরের পক্ষক থেকেও এবার বলা হল, খোলা যেতে পারে স্কুল।
করোনা আবহে স্কুল বন্ধ হয়েছিল জানুয়ারির শুরুতেই। তবে এরই মধ্যে রাজ্যে খোলা থেকেছে সিনেমা হল, শপিং মল। হইহই করে হয়েছে মেলা। তবু বন্ধ থেকেছে স্কুলের দরজা। শুক্রবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। স্কুল খোলার ব্যাপারে ভাবনা-চিন্তা করার কথা চিঠিতে বলা হয়েছে বলে খবর।
অতিমারির দ্বিতীয় পর্যায়ের পর কিছু দিনের জন্য স্কুল খুলেছিল। কালীপুজোর পর বেজেছিল স্কুলের ঘন্টা। নভেম্বরে সচল হয়েছিল বিদ্যাভবনগুলি। ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থাকে সচল করার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সফল হয়নি চেষ্টা। দরজায় আবার তালা। আগের মতো এবারেও ধাপে ধাপে ক্লাসরুপ খোলার পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর অফলাইন পঠনপাঠন শুরু করার পক্ষে মত দিয়েছে শিক্ষা দফতর।
করোনার দোহাই দিয়ে স্কুল বন্ধ রাখার বিষয়টি ধিকৃতি হয়েছে আন্তর্জাতিক মহলে। অতিমারি সংক্রমণের সঙ্গে ক্লাসে পড়ুয়াদের আসার সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই প্রশ্নের মুখে পড়েছে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত। এদিকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, শিশুদের ক্ষেত্রে খুব একটা চিন্তার কারণ নয় ওমিক্রন।










