মানিকচক ২২ সেপ্টেম্বর: আর্থিক জালিয়াতির অভিযোগে মানিকচক (Manikchak) ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা এলাকার শিক্ষাক্ষেত্রে সচেতন নাগরিক ও সরকারি পর্যবেক্ষকের তৎপরতার ফল।
গত বছরের নভেম্বর মাসে সুলতানা খাতুন এনায়েতপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে একটি ব্যক্তিগত লোনের জন্য আবেদন করেন। তবে এই লোনের জন্য তিনি বিদ্যালয় পরিদর্শকের জাল সিল এবং সই ব্যবহার করেছিলেন। বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মন্ডল বিষয়টি জানতে পেরে অবিলম্বে মানিকচক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ ছিল, প্রধান শিক্ষিকা ব্যক্তিগত স্বার্থের জন্য সরকারি দলিল জাল করেছেন এবং ব্যাংকের নথিতে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড শিক্ষাক্ষেত্রে গুরুতর অনিয়ম এবং আস্থা ভঙ্গের পরিচয় বহন করে। মূলত, সরকারি পর্যবেক্ষক ও স্থানীয় প্রশাসনের সতর্কতার ফলে এ ধরনের জালিয়াতি দ্রুত প্রকাশ পেয়েছে। মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে দেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগ যথাযথ পাওয়া গেছে। এই ভিত্তিতে প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে। পুলিশ আশা করছে, তদন্ত শেষে অন্যান্য সংশ্লিষ্ট দিকও উঠে আসবে।
মানিকচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা খাতুনের গ্রেফতার শুধুমাত্র একটি আর্থিক জালিয়াতির ঘটনা নয়, এটি শিক্ষাক্ষেত্রে নৈতিকতা, আস্থা এবং সরকারি দায়িত্ব পালনের গুরুত্বকেও সামনে নিয়ে এসেছে। স্থানীয় প্রশাসন, বিদ্যালয় পরিদর্শক এবং পুলিশ যে দ্রুত পদক্ষেপ নিয়েছে, তা ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
